পূর্ত দফতরের নোটিসেও বাসা বদলে রাজি নন পঞ্চায়েত মন্ত্রী
বিধ্বংসী আগুনে ঘর পুড়েছে মাসখানেক আগে। মেরামতি সারতে গোটা দফতরই সরিয়ে নেওয়ার নোটিস ধরিয়েছে পূর্ত দফতর। কিন্তু মন্ত্রী এখনই বাসা বদলাতে নারাজ। সরকারি সিদ্ধান্তে আপত্তি জানিয়ে পাল্টা চিঠি দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি।
মাসখানেক আগর কথা। সাতসকালেই নবমহাকরণে বিধ্বংসী আগুন। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে সেদিন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ঘরসহ গোটা দফতরই ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। তাঁর দফতর সারানোর পরিকল্পনা হাতে নিয়েছে পূর্ত দফতর। সেজন্য কার্যত উচ্ছেদের নোটিসও ধরানো হয়েছে মন্ত্রীকে। দুমাসের মধ্যে তাঁকে সল্টলেকে পরিকল্পনা দফতরে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বেঁকে বসেছেন মন্ত্রী।
পূর্ত দফতরের সিদ্ধান্ত মানতে পারছেন না জানিয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর আরও যুক্তি, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও এমন উচ্ছেদের নোটিস পেয়েছেন বলে খবর । মহাকরণে মেরামতির কাজ চলছে। এই অবস্থায় তাঁর ঠিকানা হতে চলেছে নবমহাকরণ। নিজে আপাতত যেতে না চাইলেও তাঁর দফতর সরিয়ে নিতে ইতিমধ্যেই আধিকারিকদের নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী। শ্রমমন্ত্রী মলয় ঘটক রয়েছেন তালিকায়। তাঁর জন্য প্রতি মাসে বারো লাখ টাকা ঘর ভাড়া গুনতে সরকার নারাজ। তাই শ্রম মন্ত্রী মলয় ঘটককেও বাসা বদলে দফতরসহ নবমহাকরণেই উঠে যেতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।