ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয়, চার দফায় নির্বাচন হবে জানুয়ারি মাসে

ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক করে ফেলল কলকাতা বিশ্ববিদ্যালয়। নির্বাচন জানুয়ারি মাসে। ভোট হবে চার দফায়। অনলাইনে ফর্ম তোলা ও জমা দেওয়ার বিশেষ সুবিধা থাকছে এবারের নির্বাচনে। চার দফায় ভোট হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ভোট হবে ১৬,১৮, ২১, ২৮ শে জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের ছটি ক্যাম্পাস সমেত বিশ্ববিদ্যালয়ের অধীন ১৪০ টি কলেজে ভোট হবে ওই চার দিনে। ২১শে জানুয়ারি ভোট হবে হাওড়ার সবকটি কলেজে, ২৮ জানুযরি ভোট হবে দক্ষিণ ২৪ পরগনা ও হুগলির কলেজগুলিতে , ১৮ জানুযারি ভোট হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছটি ক্যাম্পাসে , কলকাতার বিভিন্ন কলেজে ভোট হবে ১৬, ১৮, ২১ জানুয়ারি।

Updated By: Dec 6, 2013, 12:40 PM IST

ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক করে ফেলল কলকাতা বিশ্ববিদ্যালয়। নির্বাচন জানুয়ারি মাসে। ভোট হবে চার দফায়। অনলাইনে ফর্ম তোলা ও জমা দেওয়ার বিশেষ সুবিধা থাকছে এবারের নির্বাচনে। চার দফায় ভোট হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ভোট হবে ১৬,১৮, ২১, ২৮ শে জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের ছটি ক্যাম্পাস সমেত বিশ্ববিদ্যালয়ের অধীন ১৪০ টি কলেজে ভোট হবে ওই চার দিনে। ২১শে জানুয়ারি ভোট হবে হাওড়ার সবকটি কলেজে, ২৮ জানুযরি ভোট হবে দক্ষিণ ২৪ পরগনা ও হুগলির কলেজগুলিতে , ১৮ জানুযারি ভোট হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছটি ক্যাম্পাসে , কলকাতার বিভিন্ন কলেজে ভোট হবে ১৬, ১৮, ২১ জানুয়ারি।

৩০ জানুয়ারির মধ্যে সমস্ত নির্বাচন প্রক্রিয়া শেষ করতে চাইছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট বৈঠক। বৈঠকে স্থির হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছটি ক্যাম্পাসে ভোট হবে কোন নিয়মে। সেক্ষেত্রে আনলাইনে ফর্ম জমার পাশাপাশি উপস্থিতির হার ৫৫ শতাংশ হলে তবেই ভোটাধিকার পাবে ছাত্রছাত্রীরা।

তবে বিভিন্ন কলেজে কী নিয়মে ভোট, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নিচ্ছে না বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে কলেজগুলির নিজস্ব নিয়ম মেনেই ভোট হবে। কলেজগুলোর সামগ্রিক ব্যবস্থা দেখভালের জন্য তৈরি হয়েছে একটি নির্বাচন কমিশন। যার নেতৃত্বে রয়েছেন উপাচার্য।

.