যাদবপুরে বিক্ষোভ অব্যাহত, ৩ দিন ধরে ঘেরাও উপাচার্য

 উপাচার্য, রেজিস্ট্রার সহ অন্যদের ঘেরাও করে রাখা হয়।

Updated By: Jun 27, 2018, 12:34 PM IST
যাদবপুরে বিক্ষোভ অব্যাহত, ৩ দিন ধরে ঘেরাও উপাচার্য

নিজস্ব প্রতিবেদন:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন দিন ধরে ঘেরাও উপাচার্য। বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিক্ষোভকারী ছাত্রদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই সিদ্ধান্ত হবে,  বিক্ষোভকারীরা ঘেরাও তুলে নেবেন কি না!

স্নাতকে ভর্তি স্থগিত করার জেরে সোমবার বিকেল থেকে অবস্থান-বিক্ষোভে বসেছেন পড়ুয়ারা। উপাচার্য, রেজিস্ট্রার সহ অন্যদের ঘেরাও করে রাখা হয়েছে। ভর্তি প্রক্রিয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘেরাও চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: দিঘা যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৬

প্রসঙ্গত, গত ৯ জুন নোটিশ দিয়ে জানানো হয়েছিল,  আগামী ৫ জুলাই স্নাতক স্তরে অ্যডমিশন টেস্টের কথা।  কিন্তু সোমবার জানিয়ে দেওয়া হয় অ্যডমিশন টেস্ট স্থগিত করা হয়েছে। কিন্তু তার কারণ স্পষ্টভাবে জানানো হয়নি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। সোমবার রাত থেকেই বিক্ষোভ অবস্থানে বসেন তাঁরা।

 

.