সংখ্যালঘুদের জন্য কেন্দ্রীয় প্রকল্পেও রাজ্য সরকারের গাফিলতি

ফের প্রকাশ্যে রাজ্য সরকারের ব্যর্থতার খতিয়ান। এবার সংখ্যালঘুদের জন্য কেন্দ্রীয় প্রকল্পেও গাফিলতি। কম্পিউটার প্রশিক্ষণের জন্য দেওয়া লক্ষ্যমাত্রার ধারেকাছেই পৌছোতে পারল না রাজ্য। এক লক্ষ সত্তর হাজার সংখ্যালঘু পড়ুয়াকে প্রশিক্ষণের জন্য ৩৮ কোটি টাকা ধার্য করে কেন্দ্রের মোদী সরকার। বরাদ্দ টাকা পৌছোয় রাজ্যের কোষাগারেও।

Updated By: Sep 10, 2015, 01:24 PM IST

ওয়েব ডেস্ক: ফের প্রকাশ্যে রাজ্য সরকারের ব্যর্থতার খতিয়ান। এবার সংখ্যালঘুদের জন্য কেন্দ্রীয় প্রকল্পেও গাফিলতি। কম্পিউটার প্রশিক্ষণের জন্য দেওয়া লক্ষ্যমাত্রার ধারেকাছেই পৌছোতে পারল না রাজ্য। এক লক্ষ সত্তর হাজার সংখ্যালঘু পড়ুয়াকে প্রশিক্ষণের জন্য ৩৮ কোটি টাকা ধার্য করে কেন্দ্রের মোদী সরকার। বরাদ্দ টাকা পৌছোয় রাজ্যের কোষাগারেও।

তবে আর্থিক বছর শেষ হলেও এখনও প্রশিক্ষণ প্রাপ্তের সংখ্যা লক্ষ্যমাত্রার অর্ধেকও নয়। মাত্র ৭৩ হাজার অর্থাত্‍  ৪২ শতাংশ সংখ্যালঘু পড়ুয়ার কাছেই পৌছছে সুবিধা।  কেন্দ্রের দেওয়া লক্ষ্যমাত্রা ছুঁতেই পারল না রাজ্য। সেক্ষেত্রে বরাদ্দ টাকা ফেরত চলে যাবে কেন্দ্রের কাছেই। এবার সেই আশঙ্কা থেকে প্রকল্প জারি রাখার বিশেষ অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের।

Tags:
.