সঞ্জয় কাণ্ডে দোষী চিকিত্সকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য

সঞ্জয় কাণ্ডে দোষী চিকিত্সকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে রাজ্য। এমনকি দোষী চিকিত্সকদরে রেজিস্ট্রেশন বাতিল করার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে। এমনই ভাবনা চিন্তা চলছে বলে খবর স্বাস্থ্য দফতর সূত্রে।

Updated By: Mar 10, 2017, 07:44 PM IST
সঞ্জয় কাণ্ডে দোষী চিকিত্সকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য

ওয়েব ডেস্ক : সঞ্জয় কাণ্ডে দোষী চিকিত্সকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে রাজ্য। এমনকি দোষী চিকিত্সকদরে রেজিস্ট্রেশন বাতিল করার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে। এমনই ভাবনা চিন্তা চলছে বলে খবর স্বাস্থ্য দফতর সূত্রে।

আরও পড়ুন- বিলের পুরো টাকা না মেটানোয় রোগী ছাড়তে অস্বীকার অ্যাপোলোর

বিষয়টি নিয়ে মেডিক্যাল কাউন্সিলকে অনুরোধ করার বিষয় ভাবনা চিন্তা চলছে। সঞ্জয়ের চিকিত্সা সংক্রান্ত নথি বিকৃত করেছিল অ্যাপোলো। এমন প্রমাণ তদন্ত কমিটির হাতে এসেছে বলে খবর। আঠারোই ফেব্রুয়ারি তারিখের চিকিত্সা সক্রান্ত নথি বিকৃতির রিপোর্ট মিলেছে। রিপোর্ট বলছে, CCU-র সহকারী চিকিত্সকের ফিজ বাবদ টাকা নিয়েছে অ্যাপোলো। যদিও এমন খাতে টাকা নেওয়ার কোনও সুযোগই নেই।

.