শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরির নিয়ম সংক্রান্ত নির্দেশিকা রাজ্য সরকারের
শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
নিজস্ব প্রতিনিধি: শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। এই নির্দেশিকায় বেশ কিছু নিয়মের উল্লেখ রয়েছে, যা স্কুলে মেনে চলতে হবে তাঁদের। গত ১০ নভেম্বর একগুচ্ছ নির্দেশিকা জারি করে রাজ্য সরকার।
কী নির্দেশিকা?
- কর্মক্ষেত্রে কোনও অসুবিধা পড়লে এখন থেকে সরাসরি শিক্ষক বা শিক্ষাকর্মীরা আদালতে যেতে পারবেন না। যাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রথমে তাঁর কাছেই যেতে হবে। সেই সমস্যার সমাধানের সুযোগ দিতে হবে তাঁকে। সমস্যার সমাধান না হলে তবেই আদালতের দ্বারস্থ হওয়া যাবে।
- কোনও অনুষ্ঠানে যোগ দিতে হলে শিক্ষক বা শিক্ষাকর্মীকে সংশ্লিষ্ট বোর্ড থেকে অনুমতি নিতে হবে। এতদিন তাঁদের অনুমতি নিতে হতো স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে। যদি সরকারি শিক্ষক হন, তবে সরকারি নিয়ম অনুযায়ী তাঁকে অনুমতি নিতে হবে।
- শিক্ষক বা শিক্ষাকর্মী যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, সেই প্রতিষ্ঠান এবং রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য বা আচরণ করতে পারবেন না।
- স্কুলের চলাকালীন কোনও নেশাদ্রব্য সেবন করা যাবে না।
- শিক্ষকরা প্রাইভেট টিউশন নিতে পারবেন না।
- কোনও পড়ুয়াকে স্কুলে বাইরের অনুষ্ঠানে নিয়ে যেতে হলে তার অভিভাবক অথবা স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে।
আরও পড়ুন- ২৪ ঘণ্টায় শিক্ষকদের ইংরাজির বেহাল দশা দেখে বিধানসভায় হতাশা প্রকাশ করলেন পার্থ
এই সব নিয়মের অনেকগুলি আগেও মেনে চলতে হত শিক্ষক ও শিক্ষাকর্মীদের। তার সঙ্গে নতুন কয়েকটি নিয়ম যোগ হয়েছে।