দাবি দিবস পালন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির
সরকারি কর্মাচারিদের প্রস্তাবিত তেইশ শতাংশ মহার্ঘ ভাতা না দিয়ে, পরিকল্পনা বহির্ভুত ভাবে খরচ করে চলেছে রাজ্য সরকার। এমনকি অবসারপ্রাপ্ত সরকারি কর্মচারিদেরও পেনশন দিতে পারছে না রাজ্য সরকার। এঅবস্থায় শুধু বিভিন্ন প্রকল্প কিংবা সরকারি অনুষ্ঠানই নয়। বাড়ছে মন্ত্রীদের ভাতাও।
সরকারি কর্মাচারিদের প্রস্তাবিত তেইশ শতাংশ মহার্ঘ ভাতা না দিয়ে, পরিকল্পনা বহির্ভুত ভাবে খরচ করে চলেছে রাজ্য সরকার। এমনকি অবসারপ্রাপ্ত সরকারি কর্মচারিদেরও পেনশন দিতে পারছে না রাজ্য সরকার। এঅবস্থায় শুধু বিভিন্ন প্রকল্প কিংবা সরকারি অনুষ্ঠানই নয়। বাড়ছে মন্ত্রীদের ভাতাও। সেই সঙ্গে মহাকরণের সবুজ সঙ্কেতে বিভিন্ন খাতে অর্থও ব্যয় হচ্ছে যথেচ্ছ। অথচ অভিযোগ জানাতে গেলে, রাজ্য প্রশাসনের আধিকারিকরা কর্মীদের কোনও কথাই শুনছেন না। এরই প্রতিবাদে অবশেষে সরব হয়েছে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। এই মর্মে মঙ্গলবার তারা দাবি দিবস পালন করে। সেখানে বকেয়া মহার্ঘ ভাতা সহ ছ`দফা দাবি জানানো হয়। রানী রাসমনি অ্যাভিনিউয়ের জনসভায় উপস্থিত ছিলেন সুকোমল সেন, মলয় রায়, স্মরজিত্ রায়চৌধুরী প্রমুখ।