জটিলতর আকার নিচ্ছে SSC চাকরিপ্রার্থীদের অনশন আন্দোলন
দিন যত গড়াচ্ছে জটিল আকার নিচ্ছে SSC চাকরিপ্রার্থীদের অনশন আন্দোলন। অসুস্থ হয়ে পড়েছেন আরও এক অনশনকারী। আজও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কয়েকজন ছাত্রছাত্রী শুরু করেছেন প্রতীকি অনশন।
ওয়েব ডেস্ক: দিন যত গড়াচ্ছে জটিল আকার নিচ্ছে SSC চাকরিপ্রার্থীদের অনশন আন্দোলন। অসুস্থ হয়ে পড়েছেন আরও এক অনশনকারী। আজও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কয়েকজন ছাত্রছাত্রী শুরু করেছেন প্রতীকি অনশন।
কমাইন্ড টেস্টে নাম ছিল। তবুও মেলেনি চাকরি। নিরুপায় হয়ে মঙ্গলবার থেকে ফের অনশনে SSC চাকরিপ্রার্থীরা। রবিবার অসুস্থ হয়ে পড়লেন আরও একজন। গোপালকৃষ্ণ ঘোষ নামে ওই পরীক্ষার্থীকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। SSC পরীক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে প্রতীকি অনশন সামিল হয়েছেন যাদবপুর ও প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরাও।
বিক্ষোভকারীরা ডেপুটেশন দিলে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও। এসএসসি চাকরির ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন সফল পরীক্ষার্থীদের একাংশ। বসেছেন অনশনেও। কিন্তু, ফল মেলেনি। এবার হবে কী? প্রশ্নের উত্তর খুঁজছেন সফল চাকরি প্রার্থীরা।