WB Bypoll: ভবানীপুর কেন্দ্রে বামেদের সম্ভাব্য প্রার্থী শ্রীজীব বিশ্বাস
পেশায় আইনজীবী, এলাকায় পরিচিত মুখ।
নিজস্ব প্রতিবেদন: ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে যখন প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তরুণ মুখেই ভরসা রাখল বামেরা। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কে লড়বেন? পেশায় আইনজীবী। এলাকায় পরিচিত মুখ। বামেদের সম্ভাব্য প্রার্থী শ্রীজীব বিশ্বাস। সূত্রের খবর তেমনই।
রাজ্য সরকারের 'বিশেষ অনুরোধ'-এ পুজোর আগে, শুধুমাত্র ভবানীপুরে ৩০ সেপ্টেম্বর উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেদিনই আবার সাধারণ নির্বাচন হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রেও। প্রত্যাশামতোই ভবানীপুরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল। এদিন চেতলায় কর্মিসভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার করে দিলেন মমতা।
আরও পড়ুন: অনুদান তরজা! নির্বাচন বিধি লঙ্খনের অভিযোগে EC-র দ্বারস্থ BJP, 'হিন্দুত্ব' প্রশ্নে পাল্টা TMC
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী লড়াই-এ বিরোধীদের মুখ কে? ভবানীপুর কেন্দ্রে প্রার্থীর নাম এখনও চূড়ান্ত করতে পারেনি বিজেপি। সূত্রের খবর, বেশ কয়েক দফা বৈঠকের পর আপাতত ৬ টি নাম নিয়ে আলোচনা চলছে দলের অন্দরে। দিল্লিতে ইতিমধ্যেই সেই নাম নামগুলি পাঠিয়েও দেওয়া হয়েছে। এই তালিকা থেকে কোনও একজনকে প্রার্থী করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবার প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। জোট শরিকের এই সিদ্ধান্তে খুশি নয় বামেরা। ভবানীপুর কেন্দ্রে প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলল তারা। সূত্রের খবর, বামেদের সম্ভাব্য প্রার্থী তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাস।
আরও পড়ুন: অভিষেককে দ্বিতীয় নোটিস ED-র, বুধবারই হাজিরা দিতে সমন: ইডি সূত্র
ফোনে জি ২৪ ঘণ্টাকে শ্রীজীব বিশ্বাস জানালেন, 'সরকারিভাবে সিদ্ধান্ত নিয়ে পার্টি জানাবে। তখন আপনারা জানতে পারবেন। যদি পার্টি আমাকে দাঁড় করায়, তাহলে সবটুকু দিয়ে লড়ব। কোনও অসুবিধা নেই'। তাঁর কথায়, 'নির্বাচন তো বটেই, মমতা বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে আমাদের ৩৬৫ দিনের লড়াই। জেতার জন্যই লড়াইয়ে নামব'। বামেরা আনুষ্ঠানিকভাবে কবে প্রার্থী নাম ঘোষণা করবে? এখন সেটাই দেখার।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)