West Bengal Assembly: 'ফোন নিয়ে বিধানসভায় ভিতরে ঢোকা বন্ধ করতে হবে'!
বিধানসভায় এখন বর্ষাকালীন অধিবেশন চলছে। অধিবেশন চলাকালীন বেজে উঠছে বিধায়কদের ফোন! 'বলার পরেও আপনারা শুনছেন না', ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
প্রবীর চক্রবর্তী: 'বলার পরেও আপনারা শুনছেন না'। বিধানসভার ভিতরে ফোনের ব্যবহারে ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বললেন, 'ভিতরে ফোন ব্য়বহার করলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। ফোন নিয়ে বিধানসভায় ভিতরে ঢোকা বন্ধ করতে হবে'।
আরও পড়ুন: Calcutta High Court: কলকাতার উপকণ্ঠে অনুমোদনহীন স্কুল! তাজ্জব হাইকোর্টের বিচারপতি
বিধানসভায় এখন বর্ষাকালীন অধিবেশন চলছে। সেই অধিবেশনে হাজির হচ্ছেন শাসক ও বিরোধী দলের বিধায়কও। কিন্তু ক্রমাগত কেন ফোন বাজছে? এদিন বিধায়কদের আচরণে ক্ষোভ প্রকাশ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
বিধানসভায় প্রশ্নোত্তর ও দৃষ্টি আকর্ষণ পর্ব তখন শেষ। স্পিকার বলেন, 'আমি লক্ষ্য করছি বিধানসভার অধিবেশন চলাকালীন বিধায়কদের মোবাইল ফোন বার বার বেজে উঠছে। বলার পরেও আপনারা শুনছেন না। অধিবেশনের কাজ বিঘ্নিত হচ্ছে। আমি আগেও বিধায়কদের বলেছিলাম, যদি বিধানসভা অধিবেশনে ফোন আনতে হয়, তবে তা সাইলেন্ট করে রাখতে হবে। কিন্তু অনেকেই আমার সে কথা শুনছেন না'।
স্পিকারের আরও বক্তব্য, 'আবার যদি এমন ঘটনা ঘটে, ভিতরে ফোন ব্য়বহার করলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। ফোন নিয়ে বিধানসভায় ভিতরে ঢোকা বন্ধ করতে হবে। বিধায়কেরা নিজেদের পরিষদীয় দলের দপ্তরের মোবাইল জমা দিয়ে বিধানসভার অধিবেশনে আসবেন। আবার ফিরে যাওয়ার সময় তা পরিষদীয় দলের ঘর থেকে নিয়ে যাবেন'।.
এদিকে সর্বদল বৈঠক হয়েছে নবান্নে। কোন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হবে? বিধানসভায় এবার প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। কবে? ৭ সেপ্টেম্বর।