আগুনের ক্ষত রেখেই খুলল সাউথ সিটি মল

পুলিসের অনুমতি পেয়ে খুলল সাউথ সিটি মল। তবে বন্ধ রাখা হয়েছে মলের ক্ষতিগ্রস্ত কিছু অংশ। বেশকিছু জায়গায় চলছে মেরামতির কাজ। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেরামতি শেষে পুরোপুরি খুলে দেওয়া হব মল। গতকাল আগুন লেগে যায় সাউথ সিটির ফুড কোর্টে।  মলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিক কাজ করায় এ যাত্রায় এড়ানো যায় বড় রকমের বিপত্তি।

Updated By: Dec 5, 2016, 01:53 PM IST
আগুনের ক্ষত রেখেই খুলল সাউথ সিটি মল

ওয়েব ডেস্ক: পুলিসের অনুমতি পেয়ে খুলল সাউথ সিটি মল। তবে বন্ধ রাখা হয়েছে মলের ক্ষতিগ্রস্ত কিছু অংশ। বেশকিছু জায়গায় চলছে মেরামতির কাজ। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেরামতি শেষে পুরোপুরি খুলে দেওয়া হব মল। গতকাল আগুন লেগে যায় সাউথ সিটির ফুড কোর্টে।  মলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিক কাজ করায় এ যাত্রায় এড়ানো যায় বড় রকমের বিপত্তি।

আরও পড়ুন- সাউথ সিটি মলের আগুন নিয়ন্ত্রণে কামাল করল অক্সিজেন মাস্ক

প্রসঙ্গত, গতকাল, রবিবার সাতসকালে আগুন লাগে সাউথ সিটি মলের ফুড কোর্টে। বাজার বন্ধ থাকলেও আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় পাশের আবাসনে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দমকলের ২১টি ইঞ্জিন। পৌছয় বিপর্যয় মোকাবিলা বাহিনির কর্মীরাও।

মলে সামান্য কয়েকজন কর্মী ছিলেন। তাদের দ্রুত বাইরে আনা হয়েছিল।  বন্ধ করে দেওয়া হয়েছিল মলের সামনের প্রিন্স আনোয়ার শাহ রোড। আগুন নেভাতে আনা হয় হাইড্রোলিক ল্যাডারও। খবর পেয়েই গোটা বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া শুরু করেছেন দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।

.