'বঙ্গভঙ্গ'-দাবিতে ক্ষতিগ্রস্ত দলের ভাবমূর্তি, সৌমিত্র-বার্লাকে সতর্ক করল BJP

অতিসম্প্রতি পৃথক রাজ্যের দাবি তোলেন বিজেপির দুই সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) ও জন বার্লা (John Barla)।

Updated By: Jun 22, 2021, 06:49 PM IST
'বঙ্গভঙ্গ'-দাবিতে ক্ষতিগ্রস্ত দলের ভাবমূর্তি, সৌমিত্র-বার্লাকে সতর্ক করল BJP

নিজস্ব প্রতিবেদন: আলাদা রাজ্যের দাবি নিয়ে মন্তব্যের জন্য দুই সাংসদ জন বার্লা (John Barla)  ও সৌমিত্র খাঁকে (Soumitra Khan) সতর্ক করল বিজেপি। এমনটাই খবর বিজেপি সূত্রে। তাঁদের জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকার অনুন্নয়ন নিয়ে কথা বলতে পারেন। তবে আলাদা রাজ্যের দাবি থেকে বিরত থাকুন। Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে সৌমিত্র খাঁ বলেন, 'রাঢ়বঙ্গের দাবি তাঁর ব্যক্তিগত। দলের সঙ্গে যোগ নেই।'         

 

সূত্রের খবর, মঙ্গলবার সকালে বিজেপির বৈঠকে দাবি ওঠে, আলাদা রাজ্যের দাবি তোলায় ক্ষতি হচ্ছে দলের ভাবমূর্তি। অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। এরপর সৌমিত্র খাঁ ও জন বার্লাকে (John Barla) সতর্ক করা হয়। দিল্লি থেকে দ্রুত কলকাতায় ফিরে আসতে বলা হয়েছে সৌমিত্রকে (Soumitra Khan)। বিষ্ণুপুরের সাংসদ Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান,'এটা দলের মত নয়। জঙ্গলমহলের জেলাগুলি শোষিত, নির্যাতিত। এটা মানুষের ন্যায্য দাবি। আমাদের উপরেও চাপ দিচ্ছে মানুষ। শুধু নির্দিষ্ট এলাকার উন্নয়ন হবে, বাকি অঞ্চলগুলিকে দেখবে না! এটা তো হয় না। দলকে জানাব এটা আমার ব্যক্তিগত অভিমত। এলাকার মানুষের দাবি। জঙ্গলমহল বঞ্চনার শিকার।'

অতিসম্প্রতি পৃথক রাজ্যের দাবি তোলেন বিজেপির দুই সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) ও জন বার্লা (John Barla)। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ আলাদা উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সোচ্চার হয়েছেন। অন্যদিকে, সৌমিত্র জঙ্গলমহলকে আলাদা রাজ্য হিসেবে দেখেছেন। দুজনেই দাবি করেন, ওই অঞ্চলগুলিতে দীর্ঘদিন ধরে উন্নয়ন হয়নি। বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে তৃণমূল। দুজনের বিরুদ্ধে দায়ের করেছে এফআইআর। সৌমিত্র ও বার্লার মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি বলেন,'পশ্চিমবঙ্গে উন্নয়ন ও অগ্রগতিই বিজেপির লক্ষ্য। এনিয়ে কেউ কী বলল তার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। রাজ্য এখন অশান্তির বাতাবরণ। তাই হয়ত হতাশা থেকে অনেকে এমন মন্তব্য করেছেন।'

আরও পড়ুন- সৎ, দক্ষ বাঙালি অফিসারকে অপমানের চেষ্টা, PM-র নির্দেশেই হচ্ছে, আলাপনের পাশে TMC

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.