গত ২৪ ঘণ্টায় শারীরিক অবস্থার অবনতি হয়নি সৌমিত্রর
স্নায়ুর সমস্য়া সেই আগের মতোই। মস্তিষ্কের সাড়া দেওয়ার ক্ষমতা বাড়েনি
তন্ময় প্রামাণিক
বহু চেষ্টার পর গতকাল সন্ধের পর সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করতে সমর্থ হয়েছিলেন চিকিত্সকেরা। গতকাল হিমোগ্লোবিন, প্লেটলেট অনেকটাই নীচে ছিল। মঙ্গলবার তা ধীরে ধীরে বেড়েছে। সবে মিলিয়ে গত ২৪ ঘণ্টা অভিনেতার শারীরিক অবস্থার তেমন কোনও অবনতি হয়নি। সন্ধেয় এমনটাই জানানো হল হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে।
আরও পড়ুন-'কোভিড পজিটিভ', করোনায় আক্রান্ত খোদ কলকাতা মেডিকেলের অধ্যক্ষ
হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌমিত্রর রক্তচাপ অনেকটাই স্বাভাবিক, হিমোগ্লোবিন স্টেবল হচ্ছে, প্লেটলেট কাউন্ট স্বাভাবিকের কাছাকাছি। এছাড়া তাঁর ইউরিয়া, ক্রিয়েটিনিন আয়ত্বের মধ্যেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইউরিনের পরিমাণ স্বাভাবিক রয়েছে।
স্নায়ুর সমস্য়া সেই আগের মতোই। মস্তিষ্কের সাড়া দেওয়ার ক্ষমতা বাড়েনি। গ্লাসগো কোমা স্কেলে সৌমিত্রর মস্তিষ্কের স্নায়ু সূচক ১০ এর কাছাকাছি। তবে চোখ খোলার চেষ্টা করছেন সৌমিত্রবাবু।
আরও পড়ুন-'বিমল গুরুং ক্লোজড চ্যাপ্টার', মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গর্জে উঠলেন বিনয় তামাং
মেডিক্যাল বুলেটিনে আরও জানানো হয়েছে, কিডনির ওপরে চাপ কমানোর জন্য একবার ডায়ালিসিস করা হয়েছে। এছাড়া নতুন কোনও চিকিত্সা চালু করা হয়নি। এখনও পর্যন্ত একশো শতাংশ ভেন্টিলেশনেই রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিত্সকদের চেষ্টার পাশাপাশি একটা ভালো দিক হল উনি লড়াই করছেন।