সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যের আরও অবনতি, সম্পূর্ণ ভেন্টিলেশনে অভিনেতা
সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিডনি অচল হয়ে গিয়েছে। ঠিকমতো কাজ করছে না।
নিজস্ব প্রতিবেদন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যের আরও অবনতি। সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হল তাঁকে। বেশি মাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে সৌমিত্রবাবুকে। কোনও সাড়া দিচ্ছেন না প্রবীণ অভিনেতা।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিডনি অচল হয়ে গিয়েছে। ঠিকমতো কাজ করছে না। দুপুরের পর মূত্র স্বাভাবিক হয়নি। ক্রিয়েটিনিন বেড়ে চলেছে। সন্ধ্যার পর তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হয়। একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁর।
এ দিন দুপুর ৩টে নাগাদ সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসায় 'এয়ার ওয়ে প্রোটেকশন' দিতে 'আংশিক' ভেন্টিলেশন সাপোর্ট চালু করা হয়। গত ৭২ ঘন্টায় কোনওরকম উন্নতি হয়নি। মস্তিষ্কের সাড়া মিলছে না। স্নায়ু ক্রমশ অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী, মস্তিষ্কের স্নায়ুর সাড়া দেওয়ার সূচক ৮-র কাছাকাছি। হাসপাতাল সূত্রের খবর, সেকেন্ডারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন সৌমিত্র।
আরও পড়ুুন- রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজারের ওপরেই, একদিনে মৃত্যু ৫৯ জনের