আংশিক ভেন্টিলেশন সাপোর্টে সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসায় 'এয়ার ওয়ে প্রোটেকশন' দিতে দুপুর ৩টে নাগাদ 'আংশিক' ভেন্টিলেশন সাপোর্ট চালু করা হয়।

Updated By: Oct 26, 2020, 09:04 PM IST
আংশিক ভেন্টিলেশন সাপোর্টে সৌমিত্র চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: আংশিক ভেন্টিলেশন সাপোর্টে সৌমিত্র চট্টোপাধ্যায়। দুপুর তিনটে নাগাদ চালু করা হয় আংশিক ভেন্টিলেশন। শেষ ৭২ ঘণ্টায় প্রবীন অভিনেতার অবস্থা ক্রমেই সঙ্কটজনক হয়েছে। সকালেই এ নিয়ে মেডিক্যাল বোর্ড চিন্তাভাবনা শুরু করে। হাসপাতাল সূত্রের খবর, সৌমিত্রবাবুর মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। স্নায়ুও ক্রমশ অচল হয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এছাড়াও, সেকেন্ডারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। 

সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসায় 'এয়ার ওয়ে প্রোটেকশন' দিতে দুপুর ৩টে নাগাদ 'আংশিক' ভেন্টিলেশন সাপোর্ট চালু করা হয়। গত ৭২ ঘন্টায় কোনওরকম উন্নতি হয়নি। মস্তিষ্কের সাড়া মিলছে না। স্নায়ু ক্রমশ অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী, মস্তিষ্কের স্নায়ুর সাড়া দেওয়ার সূচক ৮-র কাছাকাছি। এখনও মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। গত তিন দিনে একই অবস্থায় রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতাল সূত্রের খবর, সেকেন্ডারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন সৌমিত্র। তবে হাসপাতালের একাংশের দাবি, আংশিক ভেন্টিলেশন সাপোর্ট শুরু করা হয়েছে। আর একটি অংশের বক্তব্য, আপাতত এয়ার ওয়ে প্রটেক্ট করতে ইন্টুবেশন সাপোর্ট চালু করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের রক্তচাপ স্থিতিশীল। জিআই ব্লিডিং এখন নেই। মূত্র স্বাভাবিক। জিআই ব্লিডিং-র কারনে প্লেটলেট লেভেল কমে গিয়েছিল। এই মুহূর্তে প্লেটলেট কাউন্ট আরও কম। জিআই ব্লিডিং বন্ধ হয়েছে আপাতত। শরীরে ডিহাইড্রেশন রয়েছে। বেড়েছে ইউরিয়ার পরিমাণ। ৪০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। বাকি সমস্ত মানদণ্ড অনুযায়ী সৌমিত্র চট্টোপাধ্যায় এই মুহূর্তে স্থিতিশীল।

আরও পড়ুন- ধারালো অস্ত্র পুজো করে বিজয়া উদযাপন রাজ্য BJP-র

.