আদালতে হাজিরা দিলেন বিধানসভার ডেপুটি স্পিকার সোনালী গুহ
আদালতে হাজিরা দিলেন বিধানসভার ডেপুটি স্পিকার সোনালী গুহ
২০১০ সালে ফ্ল্যগ-ফেস্টুন ছেঁড়া মামলায় ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিলেন বিধানসভার ডেপুটি স্পিকার সোনালী গুহ। এই মামলায় সোনালী গুহর নামে জামিন যোগ্য সাক্ষী ওয়ারেন্ট জারি করেছিল আদালত।
২০১০ সালে কলকাতা পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া নিয়ে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন সোনালী গুহ। তাঁর নামে সাক্ষী সমন জারি করে আদালত। ২০১৩ সালে সাক্ষ্য দানের দিন আদালতে হাজির হননি সোনালী। আদালতকে না আসার কারণও তখন তিনি জানাননি। তাই তাঁর নামে ফের সমন জারি করে আদালত।
এদিকে, হাইকোর্টে আজ লাভপুর কাণ্ডের শুনানি। ২০১০ সালে লাভপুরের সালিশি সভায় তিন ভাইকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। আজ লাভপুর থানার ওসিকে কেস ডায়রি-সহ আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই মামলার তদন্তের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন হাই কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত।
গত ১১ এপ্রিল অ্যাডভোকেট জেনারেল হাজির না থাকায় শুনানি হয়নি। কিন্তু অভিযোগকারী সানোয়ার শেখের আইনজীবীর আবেদনে সাড়া দিয়ে সানোয়ার শেখকে পুলিসি নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দেন বিচারপতি।