বেহালায় বাবা-মাকে খুন করে পুঁতে ফেলার চেষ্টা ছেলের!

বাবা মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেহালার সড়শুনার তালপুকুর রোড এলাকায়। মৃতদের নাম পরেশ সরকার ও উষা সরকার। বাড়ির ভিতরে মেঝেয় তাদের ক্ষতবিক্ষত, রক্তাক্ত দেহ পড়েছিল। অভিযুক্ত ছেলে শোভন সরকাকে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানার পুলিস। প্রতিবেশীরা জানিয়েছেন, শোভন সরকার বেশকিছুদিন ধরে বৃদ্ধ বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। 

Updated By: Jul 16, 2013, 01:05 PM IST

বাবা মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেহালার সড়শুনার তালপুকুর রোড এলাকায়। মৃতদের নাম পরেশ সরকার ও উষা সরকার। বাড়ির ভিতরে মেঝেয় তাদের ক্ষতবিক্ষত, রক্তাক্ত দেহ পড়েছিল। অভিযুক্ত ছেলে শোভন সরকাকে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানার পুলিস। প্রতিবেশীরা জানিয়েছেন, শোভন সরকার বেশকিছুদিন ধরে বৃদ্ধ বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। 
আজ সকালে বাড়ির ভিতরে মাটি খুঁড়ে মৃতদেহ পোঁতার ব্যবস্থা করছিলেন শোভন সরকার নামে এক যুবক। তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। সঙ্গে সঙ্গে পুলিসকে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে যান ডিসি সাউথ-ওয়েস্ট। পৌঁছয় ফরেনসিক টিমও।

.