ভাঙড়ের বিক্রি হয়ে-যাওয়া শিশু ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, ধৃত বাবা

তপসিয়া থেকে উদ্ধার শিশুটি। আটক বাবা-সহ ১।

Updated By: Feb 5, 2021, 07:50 PM IST
ভাঙড়ের বিক্রি হয়ে-যাওয়া শিশু ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, ধৃত বাবা

নিজস্ব প্রতিবেদন: স্ত্রী অভিযোগ করলেন, স্বামী বিক্রি করে দিচ্ছেন তাঁদের সন্তানকে। পুলিস দ্রুত তদন্তে নেমে উদ্ধার করল সেই শিশুকে। গ্রেফতার শিশুটির বাবা-সহ আরও এক অভিযুক্ত।

ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার পদ্মপুকুর এলাকায়। দু'মাসের শিশুকে নিয়ে গা ঢাকা দেওয়ার অভিযোগ শিশুর বাবা শাহিদ আলি মোল্লার বিরুদ্ধে। এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে  ভাঙড় থানায় লিখিত অভিযোগ করেন স্ত্রী ফিরোজা বিবি। 

আরও পড়ুন: নাড্ডা আসছেন, প্রস্তুতি তুঙ্গে নদিয়ার চটির মাঠে

অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিস। এবং ২৪ ঘণ্টার মধ্যেই তপসিয়া থেকে শিশু-সমেত তার বাবাকে ধরে। যাকে শিশুটি বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ, তাকেও ধরে পুলিস। দু'মাসের শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: 'অঘোষিত' বনধ নিউ জলপাইগুড়ি স্টেশনে, বিপাকে পর্যটকেরা

.