এবার নাকি সিলেবাসে সিঙ্গুর!

সিঙ্গুর আন্দোলনকে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে চায় রাজ্য সরকার। সিঙ্গুরের জমিকে ঘিরে  বিরাট  আন্দোলন,  সেই আন্দোলনের সাফল্য, এসব কিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে রাজ্য সরকার। সেকারণেই সিঙ্গুর আন্দোলনকে  ইতিহাসের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে চায় রাজ্য, এমনটাই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

Updated By: Sep 2, 2016, 06:08 PM IST
এবার নাকি সিলেবাসে সিঙ্গুর!

ওয়েব ডেস্ক : সিঙ্গুর আন্দোলনকে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে চায় রাজ্য সরকার। সিঙ্গুরের জমিকে ঘিরে  বিরাট  আন্দোলন,  সেই আন্দোলনের সাফল্য, এসব কিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে রাজ্য সরকার। সেকারণেই সিঙ্গুর আন্দোলনকে  ইতিহাসের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে চায় রাজ্য, এমনটাই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, সমাজের বিশিষ্টজনেদের অনেকই তাঁর কাছে এবিষয়ে আর্জি জানিয়েছেন।  খুব শিগগিরই  এবিষয়ে  সিলেবাস কমিটির কাছে প্রস্তাব পাঠাবে রাজ্য সরকার। যদিও, সিলেবাসে সিঙ্গুর-প্রসঙ্গের অন্তর্ভুক্তি কোন যুক্তিতে? কোন সূদূরপ্রসারী ঐতিহাসিক ভিত্তি রয়েছে এঘটনার? শিক্ষা দফতরের এহেন উদ্যোগে বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়।

.