অবাধ ভোটের দাবিতে কমিশনের দ্বারস্থ অম্বিকেশ, শিলাদিত্যরা
অবাধ ভোটের দাবিতে কমিশনের দ্বারস্থ অম্বিকেশ, শিলাদিত্যরা
রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য চৌধুরীরা। তাঁদের অভিযোগ রাজ্যে শান্তিপূর্ণ ভোটে করানোর যে প্রতিশ্রুতি কমিশন দিয়েছিল, তৃতীয় দফার নির্বাচনে তা রক্ষা হয়নি। আতঙ্কের পরিবেশে ভোট হয়েছে রাজ্যে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তা।
তৃতীয় দফা ভোটে সন্ত্রাসের ছবির কি পুনরাবৃত্তি হবে রাজ্যের বাকি দুই দফা ভোটে? এই আশঙ্কা রয়েছে বলেই নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু অবাধ ভোটের দাবি জানালেন
একদল নাগরিক। বিভিন্ন সময় রাজ্য সরকারের হাতে হেনস্থার শিকার এদের কেউ কেউ। কেউ আবার সরকারের কাছে সুবিচার না পেয়ে দরজায় দরজায় ঘুরছেন। এদের মধ্যে ছিলেন, অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য চৌধুরী, বালিতে খুন হওয়া তৃণমূল কর্মী তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত, সুটিয়ার বরুণ বিশ্বাসের পরিবারও।
কমিশনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছেন তাঁরা। অভিযোগ উঠেছে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশের নামেও। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তা।