শ্যামপুর থানার এসআইয়ের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুতে সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

শ্যামপুর থানার এসআইয়ের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে নিম্নআদালতে আইনি প্রক্রিয়ার ওপরেও স্থগিতাদেশ দিয়েছে আদালত। গত বছর ১৯ সেপ্টেম্বর থানায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এসআই অমর সরকারের। ঘটনার তদন্ত শুরু করে পুলিস।  পুলিস চার্জশিট দেয় ওই থানারই এসআই প্রবীর কুমার ঘোষের বিরুদ্ধে।

Updated By: Sep 18, 2013, 01:05 PM IST

শ্যামপুর থানার এসআইয়ের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে নিম্নআদালতে আইনি প্রক্রিয়ার ওপরেও স্থগিতাদেশ দিয়েছে আদালত। গত বছর ১৯ সেপ্টেম্বর থানায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এসআই অমর সরকারের। ঘটনার তদন্ত শুরু করে পুলিস।  পুলিস চার্জশিট দেয় ওই থানারই এসআই প্রবীর কুমার ঘোষের বিরুদ্ধে।
চার্জশিটে পুলিস জানায় প্রবীর কুমার ঘোষের গুলিতেই মৃত্যু হয়েছে অমর সরকারের। ওই এসআইয়ের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে পুলিস । অনিচ্ছাকৃত খুন নয় এই অভিযোগে নিম্ন আদালতের দ্বারস্থ হয় মৃতের পরিবার। নিহত এসআইয়ের পরিবারের তরফে অভিযোগ জানানো হয় পরিকল্পনামাফিক খুন করা হয়েছে অমর সরকারকে। ঘটনায় থানার ওসি এবং এসডিপিওর বিরুদ্ধেও অভিযোগ আনে নিহত এসআইয়ের পরিবার।

.