শূন্যের পথে নিরুদ্দেশে চললেন যাত্রাসম্রাট
প্রয়াত হলেন যাত্রাসম্রাট শান্তিগোপাল পাল। তাঁর বয়েস হয়েছিল ৭৯বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সোম্বার সকালে বরানগরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রয়াত হলেন যাত্রাসম্রাট শান্তিগোপাল পাল। তাঁর বয়েস হয়েছিল ৭৯বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সোম্বার সকালে বরানগরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শান্তিগোপালের যাত্রা জীবনের শুরু নট্ট কোম্পানিতে। এরপর নিজের দল তরুণ অপেরা গড়ে তোলেন তিনি। একের পর এক হিট যাত্রা পালা দিয়ে বদলে দেন বাংলার প্রাচীন এই শিল্পমাধ্যমের খোল-নলচে। লেনিন, মার্কস, হিটলারের সঙ্গেই অবলীয়ায় মঞ্চে হাজির করেন সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ, রামমোহন রায়কে। তার আগে বাংলা যাত্রা মূলত ছিল পুরাণের গল্প নির্ভর। শান্তিগোপালের হাত ধরে সেই যাত্রাতেই উঠে আসে সময়সাময়িক দেশকাল। নির্দিষ্ট সামাজিক বার্তা। শুরু হয় সামাজিক যাত্রা পালার এক নতুন অধ্যায়। বাংলা যাত্রার সেই অধ্যায়েরই অবসান হল শান্তিগোপালের মৃত্যুতে।