ধাপাকাণ্ডে ধৃত আরও ১, শম্ভুনাথের খোঁজে চিরুনি তল্লাসি পুলিসের
ধাপায় তৃণমূলের ব্লক সভাপতি খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত কাউন্সিলর শম্ভুনাথ কাউ। গতকাল রাত থেকে দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিস। ওই বাড়ি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রতন দে-র। পুলিসের অনুমান, ওই বাড়িতেই লুকিয়ে শম্ভুনাথ কাউ। পলাতক কাউন্সিলরের খোঁজে রাতে ওই বাড়িতে হানা দেয় কলকাতা পুলিসের একটি দল।
ধাপাকাণ্ডে কানা বিকাশ নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। এফআইআরে নাম ছিল কানা বিকাশের।
আজ ধাপা এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়। এই নিয়ে ধাপায় তৃণমূলের ব্লক সভাপতি অধীর মাইতি খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিস। তবে এখনও অধরা মূল অভিযুক্ত কাউন্সিলর শম্ভুনাথ কাউ। তার খোঁজে গতকাল দুপুর থেকে আজ দুপুর পর্যন্ত দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছিল পুলিস। ওই বাড়ি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রতন দে-র। ওই বাড়িতেই লুকিয়ে শম্ভুনাথ কাউ, এমন সন্দেহের বশেই বাড়ি ঘিরে রাখা হয়।
সার্চ ওয়ারেন্ট না থাকায় বাড়িতে ঢোকেনি পুলিস।
পুলিস এলাকা ঘিরে রাখলেও গতকাল বিকেল থেকে বাড়িতে নেই তৃণমূল নেতা রতন দে। তাঁদের বাড়িতে অভিযুক্ত কাউন্সিলর শম্ভুনাথ কাউ আত্মগোপন করে নেই বলে জানিয়েছে রতন দে-র পরিবার।