Bowbazar: মেট্রো প্রকল্পে বিপত্তি! একাধিক বাড়ি-রাস্তায় ফাটল, ফের আতঙ্ক বউবাজারে

আতঙ্কে রাস্তায় নেমে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

Updated By: May 12, 2022, 12:03 AM IST
Bowbazar: মেট্রো প্রকল্পে বিপত্তি! একাধিক বাড়ি-রাস্তায় ফাটল, ফের আতঙ্ক বউবাজারে

নিজস্ব প্রতিবেদন: ব্যবধান আড়াই বছরের। ফের পুরনো আতঙ্ক ফিরল বউবাজারে। স্রেফ মেট্রো প্রকল্পের পাশে একাধিক বাড়ি নয়, এবার ফাটল ধরল রাস্তাতেও। আতঙ্কে রাস্তায় নেমে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাড়ি খালি করার জন্য মাইকিং চলছে। ঘটনাস্থলে মেট্রো রেলের আধিকারিকরা।

২০১৯-র অগাস্টের পর ২০২২-র মে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এবারও ঘটনাস্থল বউবাজারে সেই দুর্গাপিতুরি লেন। ২০১৯-এ মেট্রো কাজ চলাকালীন ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে ৪০ বাড়ি। পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে, বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলতে হয়। ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী ঠিকানায় চলে হয়েছিল বাসিন্দাদের।

জানা গিয়েছে, এদিন বিকেলে প্রথমে মেট্রো প্রকল্পের পাশে একটি বাড়িতে ফাটল দেখা যায়। এরপর সময় যত গড়াতে থাকে, সেই ফাটলটিও ততই চওড়া হতে থাকে। এখনও পর্যন্ত যা খবর, বউবাজারের দুর্গাপিতুরি লেনে একাধিক বাড়িতে ফাটল ধরেছে। এমনকী, বাদ যায়নি রাস্তাও। খবব পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেট্রোর আধিকারিকরা। কেন এই বিপত্তি? মুখে কুলুপ এঁটেছে তাঁরা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.