আগামিকাল থেকে সেট টপ বক্স

টেলিভিশন পরিষেবায় সেট টপ বক্স ব্যবস্থা চালু করা নিয়ে রাজ্যকে কেন্দ্রের তরফে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আগামিকাল। কিন্তু, কলকাতা শহরে এখনও ঠিক কতজন গ্রাহক সেট টপ বক্স কিনেছেন সেই তথ্য নেই মাল্টি সার্ভিস অপারেটরদের কাছে।

Updated By: Nov 14, 2012, 12:29 PM IST

টেলিভিশন পরিষেবায় সেট টপ বক্স ব্যবস্থা চালু করা নিয়ে রাজ্যকে কেন্দ্রের তরফে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আগামিকাল। কিন্তু, কলকাতা শহরে এখনও ঠিক কতজন গ্রাহক সেট টপ বক্স কিনেছেন সেই তথ্য নেই মাল্টি সার্ভিস অপারেটরদের কাছে।
পয়লা নভেম্বর থেকে দেশের চার মহানগরীতে সেট টপ বক্স ব্যবস্থা চালু বাধ্যতামূলক করেছিল কেন্দ্রীয় সরকার। তার মধ্যে সমস্ত গ্রাহককে সেট টপ বক্স দিতে না পেরে অতিরিক্ত পনেরো দিন সময় চেয়ে নেন কলকাতার মাল্টি সার্ভিস অপারেটররা। কলকাতা মেট্রোপলিটন কেবল টিভির গ্রাহকের সংখ্যা প্রায় ৩৩ লক্ষ। পয়লা নভেম্বর পর্যন্ত তাঁদের মধ্যে ১৫ লক্ষ গ্রাহক সেট টপ বক্স কিনেছিলেন।
কেন্দ্রীয় নির্দেশ বলবত্ থাকলে কালকের পর কলকাতায় শুধুমাত্র সেট টপ বক্সের মাধ্যমেই টিভি দেখা যাবে। সেট টপ বক্সের টেলিভিশন পরিষেবায়, উপভোক্তাকে শুধুমাত্র পছন্দের চ্যানেলের পাশাপাশি, উন্নতমানের ডিজিটালাইজড ছবি সুবিধা পান দর্শক। এর ফলে দর্শকের সঠিক সংখ্যা জানা যায়। ফলে এতে টেলিভিশন চ্যানেলগুলির যেমন আয় বাড়বে তমন বাড়বে সরকারেরও রাজস্ব আদায়ও। তবে বেআইনি কেবল অপারেটরদের এই ব্যবস্থায় ঠাঁই নেই।

.