বিক্রেতার করোনা পজেটিভ, অশনি সংকেত নিউ মার্কেটে

বৃহস্পতিবার সকালে সেগুলি ফের খুলে দেওয়া হয়। কিন্তু আতঙ্কের রেশ এতটাই যে মার্কেট খুললেও আসতে ভয় পাচ্ছেন ক্রেতারা।

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Jun 11, 2020, 01:09 PM IST
বিক্রেতার করোনা পজেটিভ, অশনি সংকেত নিউ মার্কেটে

নিজস্ব প্রতিবেদন:  করোনা আক্রান্ত বিক্রেতা। তাই বুধবার বিকেলে কলকাতা পুরসভার পক্ষ থেকে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় হগ মার্কেটের একাংশ।
 ই ব্লকের একটি প্রসাধন সামগ্রী দোকানের মালিকের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ার পরেই গোটা এলাকা বিকেলেই সিল করে দেয় পুরসভা। সন্ধে থেকে রাত পর্যন্ত স্যানিটাইজ করা হয় ই ব্লক এবং লাগোয়া এফ ব্লকের বিস্তীর্ণ অংশ।
বৃহস্পতিবার সকালে সেগুলি ফের খুলে দেওয়া হয়। কিন্তু আতঙ্কের রেশ এতটাই যে মার্কেট খুললেও আসতে ভয় পাচ্ছেন ক্রেতারা। দোকান খোলা। ক্রেতা নেই। হগ মার্কেট ব্যবসায়ী কল্যান সমিতির বিনীত অনুরোধ, গুজব বা আতঙ্কে গা না ভাসিয়ে ক্রেতারা নিউ মার্কেটে আসুন।
আরও পড়ুন: এবারের বর্যায় পাতে কাড়ি কাড়ি ইলিশ! বেজায় সস্তায় মিলবে এক থেকে দেড় কেজির মাছ.. কবে থেকে জেনে নিন
 গেটে থার্মাল স্ক্যানিং থেকে শুরু করে সুরক্ষার সব ব্যবস্থা করা আছে।  হগ মার্কেটে কাঁচা আনাজ, মাছ মাংস ফল সব্জি জামা কাপড় প্রসাধন মিলিয়ে মোট দোকান ২১৪৫টি। সরাসরি কর্ম সংস্থান প্রায় ২০হাজার মানুষের। দৈনিক গড় ফুট ফল ৩০ হাজার। সেই স্বাভাবিক ছন্দ যত দ্রুত ফিরবে, তত সুগম হবে রোজগারের পথ।

.