প্রদেশ কংগ্রেস সদর দফতরে বিজেপি নেতা সায়ন্তন বসু, ধরা পড়লেন Zee ২৪ ঘণ্টার ক্যামেরায়

শনিবার দুপুরে কলকাতার মওলা আলি লাগোয়া সিআইটি রোডে প্রদেশ কংগ্রেস সদর দফতরে পৌঁছন রাজ্য বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু। সায়ন্তনবাবুর সেখানে যাওয়ার খবর আগে থেকেই ছিল কর্মীদের কাছে। তাঁকে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে যান প্রদেশ কংগ্রেস কর্মীরা।

Updated By: Aug 25, 2018, 09:04 PM IST
প্রদেশ কংগ্রেস সদর দফতরে বিজেপি নেতা সায়ন্তন বসু, ধরা পড়লেন Zee ২৪ ঘণ্টার ক্যামেরায়

নিজস্ব প্রতিবেদন: প্রদেশ কংগ্রেসের সদর দফতরে দেখা গেল রাজ্য বিজেপির প্রথম সারির নেতা সায়ন্তন বসুকে। শুক্রবার দুপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দেখা করেন তিনি। তবে কোনও রাজনৈতিক কারণে নয়, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণসভায় আমন্ত্রণ জানাতে প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধান ভবনে পৌঁছন তিনি। 

আগামী বুধবার কলকাতার মহাজাতি সদনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণসভার আয়োজন করেছে বিজেপি। সেখানে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বকে। কংগ্রেসরকে আমন্ত্রণ জানাতে এদিন বিধান ভবনে পৌঁছন সায়ন্তন বাবু। 

শনিবার দুপুরে কলকাতার মওলা আলি লাগোয়া সিআইটি রোডে প্রদেশ কংগ্রেস সদর দফতরে পৌঁছন রাজ্য বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু। সায়ন্তনবাবুর সেখানে যাওয়ার খবর আগে থেকেই ছিল কর্মীদের কাছে। তাঁকে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে যান প্রদেশ কংগ্রেস কর্মীরা। তখন সেখানে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর হাতে অটল বিহারী বাজপেয়ীর স্মরণসভার আমন্ত্রণপত্র তুলে দেন সায়ন্তনবাবু। 

কলকাতার নাকের ডগায় হাজির মোমো, মেসেজে লেখা একটাই কথা

গত ১৬ অগাস্ট দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ১৭ অগাস্ট দিল্লির স্মৃতি স্থলে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়। মুখাগ্নি করেন কন্যা নমিতা ভট্টাচার্য। 

.