এই প্রথম সরস্বতী পুজো হবে বইমেলায়, খাওয়ানো হতে পারে খিচুড়িও
এই প্রথম সরস্বতী পুজো হবে বইমেলায়। রীতিমতো মণ্ডপ বেঁধে, প্রতিমা এনে পুজোর আয়োজন করছে গিল্ড কর্তৃপক্ষ। মেলায় আসা দর্শকদের নিখরচায় খিচুড়ি প্রসাদ খাওয়ানো যায় কিনা, তা নিয়েও চলছে ভাবনাচিন্তা।
এই প্রথম সরস্বতী পুজো হবে বইমেলায়। রীতিমতো মণ্ডপ বেঁধে, প্রতিমা এনে পুজোর আয়োজন করছে গিল্ড কর্তৃপক্ষ। মেলায় আসা দর্শকদের নিখরচায় খিচুড়ি প্রসাদ খাওয়ানো যায় কিনা, তা নিয়েও চলছে ভাবনাচিন্তা।
কথায় বলে, রথ দেখা আর কলা বেচা একসঙ্গে। কিন্তু বই কেনা আর অঞ্জলি দেওয়া, এই দুটোও কি একসঙ্গে হয়? এবার সরস্বতী পুজোয় এমনই আয়োজন করতে চলেছে গিল্ড কর্তৃপক্ষ। পাঁচই ফেব্রুয়ারি মিলনমেলায় গিল্ড অফিসের সামনে বাগদেবীর আরাধনা হবে। সোমবার থেকে শুরু হবে মণ্ডপ বাঁধার কাজ। পুজোর দিন জনসাধারণের জন্য অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা থাকবে।
বইমেলার কয়েকটা দিন। আর এই কয়েকটা দিনের জন্য মিলনমেলাই হয়ে ওঠে অস্থায়ী বইপাড়া। তাই এমন উদ্যোগ বলে জানিয়েছে গিল্ড কর্তৃপক্ষ।
সরস্বতী পুজোর অন্যতম বড় আকর্ষণ খিচুড়ি খাওয়া। মেলায় বেড়াতে আসা দর্শকদের জন্য সেই ব্যবস্থা রাখা যায় কিনা, তা নিয়েও ভাবনাচিন্তা করছেন উদ্যোক্তারা।