সারদা কেলেঙ্কারিতে সিবিআই, মামলা আজ হাইকোর্টে

আজ সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্ত সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। গত ঊনিশ দিনে সারদাকাণ্ডের তদন্ত কতদূর এগিয়েছে, আজই তা আদালতকে জানাবে রাজ্য।

Updated By: May 14, 2013, 10:43 AM IST

আজ সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্ত সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। গত ঊনিশ দিনে সারদাকাণ্ডের তদন্ত কতদূর এগিয়েছে, আজই তা আদালতকে জানাবে রাজ্য।
গতকালই স্বরাষ্ট্র দফতরকে মামলার স্টেটাস রিপোর্ট পাঠিয়েছে বিধাননগর পুলিস। ৯০ পাতার রিপোর্টে পুলিস জানিয়েছে, সারদা কর্তার আয়-ব্যয়ের হিসেব, সারদা গোষ্ঠীর বাজেয়াপ্ত নথির ভিত্তিতে সম্পত্তির হিসেব, দেশের কোথায় কোথায় সারদা গোষ্ঠীর কী কী সম্পত্তি রয়েছে, এখনও পর্যন্ত কাদের কাদের জেরা করা হয়েছে, কাদের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে, বাজার থেকে তোলা সারদা গোষ্ঠীর আমানতের পরিমাণ। সারদা গোষ্ঠীর মোট দায় কত, তাও রিপোর্টে উল্লেখ করেছে পুলিস। মঙ্গলবার এই রিপোর্টটিই রাজ্য সরকার আদালতে জমা দেবে।

.