সারদার নথি চেয়ে সিটকে চরমসীমা সিবিআইয়ের

সারদা মামলার নথি চেয়ে রাজ্য সরকারের সিটকে চরম সময়সীমা দিল সিবিআই। ৩১ জুলাইয়ের মধ্যে সারদা সংক্রান্ত সমস্ত মামলার বাজেয়াপ্ত করা তথ্য প্রমাণ এবং কেস ডায়েরি সিবিআইকে হস্তান্তর না করলে সিটের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের ইঙ্গিত দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রয়োজনে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে রাজ্য পুলিসের তদন্তকারীদের বিরুদ্ধে মামলাও করতে পারে সিবিআই।

Updated By: Jul 23, 2014, 09:33 AM IST
সারদার নথি চেয়ে সিটকে চরমসীমা সিবিআইয়ের

নিজস্ব প্রতিবেদন: সারদা মামলার নথি চেয়ে রাজ্য সরকারের সিটকে চরম সময়সীমা দিল সিবিআই। ৩১ জুলাইয়ের মধ্যে সারদা সংক্রান্ত সমস্ত মামলার বাজেয়াপ্ত করা তথ্য প্রমাণ এবং কেস ডায়েরি সিবিআইকে হস্তান্তর না করলে সিটের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের ইঙ্গিত দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রয়োজনে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে রাজ্য পুলিসের তদন্তকারীদের বিরুদ্ধে মামলাও করতে পারে সিবিআই।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো সিবিআইয়ের সঙ্গেও সারদাকাণ্ডের তদন্ত নিয়ে সংঘাত চরমে উঠলো রাজ্য সরকারের। সিবিআই সূত্রে খবর, নয়ই মে সারদা তদন্তভার গ্রহণ করার পরে মামলার নথি চেয়ে দু দফা মুখ্য সচিবকে চিঠি দিয়েছে সিবিআই। এছাড়াও রাজ্য পুলিসের ডিজি, মুখ্যসচিবসহ শীর্ষ আমলাদের সঙ্গে নথি চেয়ে দফায় দফায় বৈঠক করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি, সারদা সংক্রান্ত প্রায় একশোটি মামলার এফআইআরের কপি এবং চার্জশিট হস্তান্তর হলেও তদন্তে বাজেয়াপ্ত তথ্যপ্রমাণ এখনও হস্তান্তর করেনি রাজ্য পুলিস। সিটের তরফে ক্রমাগত টালবাহানার জন্য ইতিমধ্যেই বিধাননগর আদালতে বাজেয়াপ্ত নথি দেখার জন্য আবেদন জানিয়েছে সিবিআই।

 কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, রাজ্য সরকারের এই টালবাহানায় যথেষ্টই অসন্তুষ্ট সিবিআইয়ের শীর্ষ কর্তারা। তাঁরা বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও জানিয়েছেন। সিবিআইয়ের আশঙ্কা রাজনৈতিক চাপে রাজ্য পুলিসের তদন্তকারীরা কিছু তথ্য এবং নথি গোপন, এমনকি লোপাটেরও চেষ্টা করছেন। সিবিআইয়ের শীর্ষ কর্তারা ইঙ্গিত দিয়েছেন তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করলে বা গোপন করলে সিটের তদন্তের দায়িত্বে থাকা শীর্ষ পুলিস অফিসারদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেবে সিবিআই।

 

.