রাজ্যে সারদার ১২টি জেলায় সাড়ে ১৭ হাজার জমির হদিশ
চিটফান্ড প্রতারণার তদন্তে সারদা গোষ্ঠীর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেল বিধাননগর পুলিস। বিধাননগর পুলিস সূত্রে খবর, রাজ্যের ১২টি জেলায় ২৫৬টি প্লটে প্রায় ১৭ হাজার ৫০০ ডেসিমেল জমি রয়েছে সারদা গোষ্ঠীর। এছাড়া পশ্চিমবঙ্গের বাইরেও একাধিক রাজ্যে জমি রয়েছে সারদা গোষ্ঠীর। সারদা গোষ্ঠীর স্থাবর সম্পত্তির বিস্তারিত তথ্য চব্বিশ ঘণ্টার হাতে।
চিটফান্ড প্রতারণার তদন্তে সারদা গোষ্ঠীর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেল বিধাননগর পুলিস। বিধাননগর পুলিস সূত্রে খবর, রাজ্যের ১২টি জেলায় ২৫৬টি প্লটে প্রায় ১৭ হাজার ৫০০ ডেসিমেল জমি রয়েছে সারদা গোষ্ঠীর। এছাড়া পশ্চিমবঙ্গের বাইরেও একাধিক রাজ্যে জমি রয়েছে সারদা গোষ্ঠীর। সারদা গোষ্ঠীর স্থাবর সম্পত্তির বিস্তারিত তথ্য চব্বিশ ঘণ্টার হাতে।
পশ্চিমবঙ্গের ১২টি জেলায় ২৫৬টি প্লটে রয়েছে সারদা গোষ্ঠীর বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি। এরমধ্যে, বাঁকুড়ায় একটি প্লটে ১৯৭ডেসিমেল জমি রয়েছে সারদা গোষ্ঠীর কোচবিহারের ৮৭টি প্লটে জমির পরিমাণ ১,৪১৭ ডেসিমেলের বেশি। দক্ষিণ দিনাজপুরের ছটি প্লটে রয়েছে ৯৩১ ডেসিমেল জমি। দার্জিলিংয়ে জমি রয়েছে চার ডেসিমেলের বেশি।
জলপাইগুড়ির ১৪টি প্লটে ৩১১২ ডেসিমেল জমি রয়েছে। মালদহের ১০টি প্লটে জমির মোট পরিমাণ ১০৪৮ ডেসিমেল। মুর্শিদাবাদের ৭টি প্লটে রয়েছে ৬৬৩ ডেসিমেল জমি। নদিয়ায় ৫৯৬ ডেসিমেলের বেশি জমি বিভক্ত ১১টি প্লটে। পূর্ব মেদিনীপুরে ছটি প্লটে ৫১৫ ডেসিমেলের বেশি জমি রয়েছে। উত্তর ২৪ পরগনার তিনটি প্লটে জমি রয়েছে ২৭০০ ডেসিমেলের বেশি। দক্ষিণ চব্বিশ পরগনায় ১২০টি প্লটে ৬৩০৫ ডেসিমেল জমি রয়েছে।
এছাড়া হুগলির চন্দননগরেও জমি রয়েছে সারদা গোষ্ঠীর। রাজ্যের বাইরেও একাধিক জায়গায় সারদা গোষ্ঠীর জমির হদিশ মিলেছে। তারমধ্যে, ওড়িশায় নটি প্লটে রয়েছে ১৩৬০টি ডেসিমেল জমি। অসমের চারটি প্লটে রয়েছে ৩২৮ ডেসিমেল জমি। ত্রিপুরায় ৫৫০ ডেসিমেল জমি রয়েছে সারদা গোষ্ঠীর। এর বাইরেও রয়েছে সারদা গোষ্ঠীর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ অর্থ।