মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সাংমা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহাকরণে দেখা করে রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সমর্থন চাইলেন পি এ সাংমা। বিজেপি সমর্থিত রাষ্ট্রপতি পদ প্রার্থী সাংমা আজই কলকাতায় এসেছেন। দুপুরে তিনি মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেই বৈঠকে ছিলেন রেলমন্ত্রী মুকুল রায়
Updated By: Jun 26, 2012, 03:30 PM IST
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহাকরণে দেখা করে রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সমর্থন চাইলেন পি এ সাংমা। বিজেপি সমর্থিত রাষ্ট্রপতি পদ প্রার্থী সাংমা আজই কলকাতায় এসেছেন। দুপুরে তিনি মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেই বৈঠকে ছিলেন রেলমন্ত্রী মুকুল রায়ও।
বৈঠকের পরে সাংমা জানান, আলোচনা ইতিবাচক হয়েছে। তিনি আশাবাদী, তৃণমূল কংগ্রেস তাঁকে সমর্থন করবে।
এ প্রসঙ্গে মুকুল রায় বলেন, দলে আলোচনার পরই সাংমাকে সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।