ফের কর্মব্যস্ত সময়ে বিঘ্নিত মেট্রো পরিষেবা

সপ্তাহের কর্মব্যস্ত দিনে ফের বিভ্রাট ঘটল মেট্রোয়। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে দমদম থেকে কবি সুভাষগামী এ সি মেট্রোর দরজা বন্ধ না হওয়ায় প্রায় ৪০ মিনিট স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন। ফলে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।

Updated By: Jun 26, 2012, 01:50 PM IST

সপ্তাহের কর্মব্যস্ত দিনে ফের বিভ্রাট ঘটল মেট্রোয়। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে দমদম থেকে কবি সুভাষগামী এ সি মেট্রোর দরজা বন্ধ না হওয়ায় প্রায় ৪০ মিনিট স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন। ফলে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।
মঙ্গলবার সকালে কর্মব্যস্ত সময়ে দমদম স্টেশনে প্রায় ৪০ মিনিট দরজা খোলা অবস্থায় দাঁড়িয়ে থাকার পর ওই লাইন দিয়েই কবি সুভাষের দিকে যাত্রা করে ট্রেনটি। পরে গিরিশ পার্ক থেকে লাইন পরিবর্তন করে নেয়। কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে দেরি হয়ে যায় মেট্রো চলাচল শুরু হতে। এদিন দুপুর পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিষেবা। নির্দিষ্ট সময়ের তুলনায় বেশ দেরিতে চলছে মেট্রো। দিনের কর্মব্যস্ত সময়ে কেন বারবাপ বিঘ্ন ঘটছে মেট্রো পরিষেবায় তাই নিয়ে ফের ক্ষোভের মুখে মেট্রো রেল কর্তৃপক্ষ।

.