বেতনের দাবিতে বিক্ষোভ

এখনও অক্টোবর মাসের বেতন পাননি রাজ্যের আঠের হাজার পরিবহণ কর্মী। বেতনের দাবিতে আজ বিক্ষোভ দেখায় কংগ্রেস ও বাম শ্রমিক ইউনিয়নগুলি। তাদের দাবি অবিলম্বে বেতন না দেওয়া হলে রাজ্যের পরিবহণ মন্ত্রীকে ঘেরাও করবেন তাঁরা। সম্প্রতি রাজ্যের মন্ত্রীদের জন্য নতুন ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার।

Updated By: Nov 25, 2011, 11:02 PM IST

এখনও অক্টোবর মাসের বেতন পাননি রাজ্যের আঠের হাজার পরিবহণ কর্মী। বেতনের দাবিতে বিক্ষোভ দেখায় কংগ্রেস ও বাম শ্রমিক ইউনিয়নগুলি। তাদের দাবি অবিলম্বে বেতন না দেওয়া হলে রাজ্যের পরিবহণ মন্ত্রীকে ঘেরাও করবেন তাঁরা। সম্প্রতি রাজ্যের মন্ত্রীদের জন্য নতুন ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। ফলে এখন দফতরে এলেই হাজার টাকা করে পাবেন মন্ত্রীর। নতুন ঘোষণার জেরে এক ধাক্কায় মন্ত্রীদের বেতন বেড়ে তিরিশ হাজার টাকা ছাড়িয়ে গেছে। অন্যদিকে, কোষাগারে ঘাটতির জেরে এখনও বেতন পাননি পরিবহণ কর্মীরা। বেতনের দাবিতে সরকারের বিরুদ্ধে শুক্রবার গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে একসঙ্গে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল বাম ও কংগ্রেস শ্রমিক ইউনিয়নগুলি। অন্যদিকে সরকারের বক্তব্য পাঁচটি পরিবহণ সংস্থাকে ভর্তুকি দেওয়া সরকারের পক্ষে আর সম্ভব নয়। পাল্টা যুক্তি হিসেবে শ্রমিক সংগঠনগুলির বক্তব্য, পরিবহণ একটি পরিষেবা ক্ষেত্র। সরকারের কাজ মানুষকে সেই পরিষেবা দেওয়া, লাভজনক ব্যবসা চালানো নয়।

.