TMC Working Committee Meeting: বিধাননগরে শিঁকে ছিড়ল কৃষ্ণা চক্রবর্তীর কপালেই, চেয়ারম্যান সব্যসাচী

বাকি ২ পুরসভায় পদাধিকারীদেরও নাম ঘোষণা।

Updated By: Feb 18, 2022, 08:39 PM IST
TMC Working Committee Meeting: বিধাননগরে শিঁকে ছিড়ল কৃষ্ণা চক্রবর্তীর কপালেই, চেয়ারম্যান সব্যসাচী

নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়ি পুরনিগমের মেয়র হিসেবে গৌতম দেবের ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাকি ৩ পুরসভার মেয়র ও চেয়ারম্যানের নামও চূড়ান্ত হয়ে গেল দলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকে। বিধাননগর পুরনিগমের (Bidhannagar Municipal Corporation) মেয়র হলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। আসানসোলে ডেপুটি মেয়র করা হল ২ জনকে।

পুরভোটে তৃণমূলের জয়জয়কার। ৪ পুরসভাতেই ধরাশায়ী বিরোধীরা। শিলিগুড়ি পুরনিগমে আবার এবারই প্রথম বোর্ড গঠন করল রাজ্যের শাসকদল। পরবতী মেয়র হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের নাম প্রস্তাব করেছিলেন বলে খবর। বস্তুত, ভোটের ফল ঘোষণার দিনই বাগডোগরার জনসভায় আনুষ্ঠানিকভাবে মেয়রের নামও ঘোষণা করে দেন তিনি। বার্তা দেন, 'শিলিগুড়ি যেন কলকাতার মতো ঝকঝকে হয়। ট্রাফিক ব্যবস্থার এমন উন্নয়ন হোক যেন রাস্তায় গাড়ি দাঁড়িয়ে না থাকে। মানুষের উপর করের বোঝা যেন না বাড়ে'।

আরও পড়ুন: TMC Working Committee Meeting: সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকই, কারা কোন পদ পেলেন?

বাকি ৩ পুরসভার মেয়র বা চেয়ারম্যান কারা হবে? বিধানগরে আবার এবার জিতেছেন দুই প্রাক্তন মেয়র সব্য়সাচী দত্ত ও কৃষ্ণা চক্রবর্তী। ভোটের জেতার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দেখাও করেছিলেন সব্যসাচী। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। এদিন তৃণমূলের কর্মসমিতির বৈঠকের পর বিধাননগর ও আসানসোলের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান এবং চন্দননগরের শুধুমাত্র মেয়রের নাম ঘোষণা করলেন ফিরহাদ হাকিম।

আসানসোল
---
মেয়র- বিধান উপাধ্যায়
ডেপুটি মেয়র-ওয়াশিম হক ও অভিজিৎ ঘটক
চেয়ারম্যান-অমরনাথ চক্রবর্তী
---
বিধাননগর
---
মেয়র- কৃষ্ণা চক্রবর্তী
ডেপুটি মেয়র- অনিতা মণ্ডল
চেয়ারম্যান- সব্যসাচী দত্ত
---
চন্দনগর
--
মেয়র- রাম চক্রবর্তী

বিধানসভা ভোটের তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপি। 'ঘর ওয়াপসি'র পর টিকিট পান বিধাননগর পুরনিগমের নির্বাচনে। চেয়ারম্য়ান হওয়ার পর কী প্রতিক্রিয়া? এদিন সব্যসাচী দত্ত বলেন, 'আমি দল ছেড়ে চলে গিয়েছিলাম। মমতাদির আর্শীবাদে দলের আবার অন্তভুক্ত হয়েছি। অভিষেক চেয়েছিল বলে নিয়েছে। তারপর দল মনোনয়ন দিয়েছে, সম্মান দিয়েছে। যথাযথভাবে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করব'।  'দায়িত্ব বেড়ে গেল। ভালো করে কাজ করতে হবে', বললেন বিধানগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

এদিকে আসানসোল পুরসভা ডেপুটি মেয়র হলেন ওয়াশিম হক ও অভিজিৎ ঘটক। ফিরহাদ হাকিম জানিয়েছেন, দু'জন ডেপুটি মেয়র করার জন্য় পুর আইন সংশোধন করতে হবে। বিধানসভায় বিল আনবে সরকার। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.