TMC Working Committee Meeting: সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকই, কারা কোন পদ পেলেন?

কালীঘাটে  বৈঠক শেষ।

Updated By: Feb 19, 2022, 04:28 PM IST
TMC Working Committee Meeting: সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকই, কারা কোন পদ পেলেন?

নিজস্ব প্রতিবেদন: ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলের সহ-সভাপতি হলেন যশোবন্ত সিনহা, সুব্রত বক্সি ও চন্দ্রিমা ভট্টাচার্য। কোষধ্যক্ষ অরূপ বিশ্বাস। জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

জাতীয় স্তরের সমস্ত পদই অবলুপ্ত করে দেওয়া হয়েছিল। তৃণমূলে (TMC) সাংগঠনিক পদাধিকারী ছিলেন একজনই। কে? চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাহলে দল পরিচালনা করবে কারা? গত শনিবার কালীঘাটে জরুরি বৈঠক করেছিলেন মমতা। সেই বৈঠকেই দলের জাতীয় কর্মসমিতির ১৯ জন সদস্য়দের নামও ঘোষণা করেছিলেন তিনি। এবার দলের কর্মসমিতির কে, কোন পদে থাকবেন, তাও চূড়ান্ত হয়ে গেল।

আরও পড়ুন: School Fee: আগের মতোই ১০০ শতাংশ ফি বেসরকারি স্কুলে, নির্দেশ হাইকোর্টের

এদিন তৃণমূলের প্রথম কর্মসমিতি বৈঠক হল কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে। স্রেফ কর্মসমিতির সদস্যরাই নন, বৈঠকে যোগ দিয়েছিলেন অন্যন্য রাজ্যের আমন্ত্রিত নেতারাও। কী বার্তা দিলেন দলনেত্রী? সূত্রের খবর, বৈঠকে মমতা বলেন, 'দল অনেক বড় হয়েছে। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে'। আলাদাভাবে বৈঠকও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও মলয় ঘটকের সঙ্গেও। কর্মসমিতির বৈঠকের পর একে এক পদাধিকারীদের নাম ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়।

কর্মসমিতিতে পদাধিকারীরা
------
সমন্বয়কারী- ফিরহাদ হাকিম
আর্থিক ও বিদেশ নীতির খসড়া তৈরি- যশোবন্ত সিনহা, অমিত মিত্র-সহ বেশ কয়েকজন
জাতীয় মুখপাত্র-সুখেন্দুশেখর রায়
রাজ্যসভার মুখপাত্র-সুখেন্দুশেখর রায়
লোকসভা মুখপাত্র-কাকলি ঘোষদস্তিদার
উত্তর-পূর্বের রাজ্যগুলির দায়িত্বে- সুম্মিতা দেব, মুকুল সাংমা ও সুবল ভৌমিক

এদিকে আবার রাজ্যে তিন পুরসভা নির্বাচনে বিপুল ভোটে জিতেছে তৃণমূল। শিলিগুড়ি মেয়রের দায়িত্ব পেয়েছেন গৌতম দেব। কিন্তু বাকি ৩ পুরসভার মেয়রও চেয়ারম্যান কারা হবেন, সেই সিদ্ধান্তও নেওয়া হল তৃণমূলের কর্মসমিতির প্রথম বৈঠকেই।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.