আপনার রায়ে 'জয় শ্রী রাম' বিতর্ক, Zee ২৪ ঘণ্টা টার্নিং পয়েন্ট, মানলেন Saayoni

সায়নীর (Saayoni Ghosh) স্বীকারোক্তি,''তোমাদের শোয়ে আসা জীবনের টার্নিং পয়েন্ট।''

Updated By: Jun 5, 2021, 08:06 PM IST
আপনার রায়ে 'জয় শ্রী রাম' বিতর্ক, Zee ২৪ ঘণ্টা টার্নিং পয়েন্ট, মানলেন Saayoni

নিজস্ব প্রতিবেদন: তখনও সক্রিয় রাজনীতি করেন না। পরিচয় বলতে অভিনেত্রী। আর নন্দনে একটি ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন। জানুয়ারিতে Zee ২৪ ঘণ্টার 'আপনার রায় WITH অঞ্জন' অনুষ্ঠানে একটি বক্তব্যই তাঁকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এনে ফেলে। তার ৬ মাসের মধ্যে তিনি আজ যুব তৃণমূলের সভানেত্রী। 'Crossfire' অনুষ্ঠানে সায়নী (Saayoni Ghosh) জানালেন, তাঁর জীবনের টার্নিং পয়েন্ট Zee ২৪ ঘণ্টা।          

বাঙালি অস্মিতা নিয়ে আলোচনা হচ্ছিল 'আপনার রায় WITH অঞ্জন' অনুষ্ঠানে। তর্ক-বিতর্কের মাঝে সায়নী (Saayoni Ghosh) বলেন,''ভয় দেখানোর জন্য বাইকে শয়ে শয়ে ছেলেরা জয় শ্রী রাম রণধ্বনি দিচ্ছেন। ঈশ্বরের নাম ভালবেসে বলুন। এটা তো আমাদের সংস্কৃতি নয়।'' তার পরই শুরু হয় বিতর্ক। সায়নীর সঙ্গে টুইটযুদ্ধে জড়ান বিজেপি নেতা তথাগত রায়। তার পর তাঁর পুরনো একটি টুইট ঘিরে আরও এক প্রস্থ বিতর্ক। এর মধ্যেই সায়নী যোগ দিলেন তৃণমূলে (TMC)। প্রার্থী হলেন আসানসোলে দক্ষিণে। হারলেন। তবে লড়াই করতে পারেন, সেটা দেখিয়ে দিলেন। আর শনিবার যুব তৃণমূলের সভানেত্রী। কীভাবে ব্যাখ্যা করবেন এই যাত্রা? Zee ২৪ ঘণ্টার ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর প্রশ্নে সায়নী (Saayoni Ghosh) জানান, ''আমার এই যাত্রা বাংলার মানুষ নিজের চোখে দেখেছেন। অঞ্জনদার কথা বললে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আমরা সকলে মিস করি ওঁকে। সেসময় উনি সমর্থন দিয়েছিলেন। তোমরাও পাশে থেকেছো। নির্বাচন আমাকে সমৃদ্ধ করেছে। তৈরি করেছে। দিদির মনে হয়েছে আগামী দিনে লড়াই করতে পারব।''              
               
জীবনের মোড় ঘোরাল কি সেই জানুয়ারির অনুষ্ঠান? সায়নীর (Saayoni Ghosh) স্বীকারোক্তি,''তোমাদের শোয়ে আসা জীবনের টার্নিং পয়েন্ট।'' কোন তাগিদ থেকে রাজনীতিতে প্রবেশ, তাও স্পষ্ট করেছেন সায়নী। তাঁর কথায়,''শুধুমাত্র অভিনেত্রী হয়ে বিজেপির মতো ধ্বংসাত্মক শক্তির সঙ্গে এঁটে ওঠা যাবে না। রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজন পড়েছিল। সিনেমার জন্য মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরোধিতা করেছি, রাজনীতির জন্য করিনি। তাও উনি জায়গা দিয়েছেন। অভিনেতা-অভিনেত্রীরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। সক্রিয় রাজনীতি করবে না। তাঁরা শুধু ফেসবুকে রাজনীতি করবেন, এই ধারণা ভাঙতে হবে।'' 

আরও পড়ুন- যুব শাখার দায়িত্ব তোমার হাতে দিলাম, সাবধানে কাজ করতে হবে, সায়নীকে নির্দেশ Mamata-র

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.