সাদা শাড়ি আর হাওয়াই চটি পড়লেই সততার প্রতীক হওয়া যায় না, মুখ্যমন্ত্রীকে আক্রমণ রূপার

সাদা শাড়ি আর পায়ে হাওয়াই চটি পড়লেই সততার প্রতীক হওয়া যায় না। ষষ্ঠ দফার শেষ দিনের প্রচারে এভাবেই ফের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী রূপা গাঙ্গুলি।

Updated By: Apr 28, 2016, 02:13 PM IST
সাদা শাড়ি আর হাওয়াই চটি পড়লেই সততার প্রতীক হওয়া যায় না, মুখ্যমন্ত্রীকে আক্রমণ রূপার

ওয়েব ডেস্ক: সাদা শাড়ি আর পায়ে হাওয়াই চটি পড়লেই সততার প্রতীক হওয়া যায় না। ষষ্ঠ দফার শেষ দিনের প্রচারে এভাবেই ফের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী রূপা গাঙ্গুলি।

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী চন্দ্র বোসের সমর্থনে গোপালনগরে রোড শোয়ে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রূপা বলেন, লিপস্টিক মাখবেন, কাজল পরবেন এবং রাজনীতিও করবেন। সেইসঙ্গে লোকসভা ভোটের সময় আলিপুর অঞ্চলে তাঁর সভামঞ্চে হামলার ঘটনায় যেসমস্ত তৃণমূল কর্মী জড়িত ছিলেন বলে অভিযোগ করেছিলেন বিজেপি নেত্রী, তাঁদেরও হুমকি দেন রূপা।

.