জোট জটে ফের খোঁচা আরএসপির

জোট জটে ফের খোঁচা আরএসপির। ঘোষিত আসনের বাইরে একটিও আসন না ছাড়ার হুঁশিয়ারি বামেদের এই শরিক দলের। আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছেন, ঘোষিত আসনের রদবদলে চাপ দেওয়া হলে ভোটের লড়াই থেকেই নিজেদের তুলে নেবেন তারা।  তাদের দাবি, বামফ্রন্টের সঙ্গে আলোচনার ভিত্তিতেই আসন রফা হয়েছে। এখন তা কোনওভাবেই পাল্টানো সম্ভব নয়।  কোনও চাপের কাছেই মাথা নোয়ানোর প্রশ্ন নেই। এ প্রসঙ্গে উল্লেখ্য, মুর্শিদাবাদে তিনটি,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নিজেদের প্রার্থী দিয়েছে আরএসপি নেতৃত্ব। এই সমস্ত আসনেই প্রার্থী দেওয়া নিয়েই  তৈরি হয়েছে জোর বিরোধ।

Updated By: Mar 13, 2016, 03:03 PM IST
জোট জটে ফের খোঁচা আরএসপির

ওয়েব ডেস্ক: জোট জটে ফের খোঁচা আরএসপির। ঘোষিত আসনের বাইরে একটিও আসন না ছাড়ার হুঁশিয়ারি বামেদের এই শরিক দলের। আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছেন, ঘোষিত আসনের রদবদলে চাপ দেওয়া হলে ভোটের লড়াই থেকেই নিজেদের তুলে নেবেন তারা।  তাদের দাবি, বামফ্রন্টের সঙ্গে আলোচনার ভিত্তিতেই আসন রফা হয়েছে। এখন তা কোনওভাবেই পাল্টানো সম্ভব নয়।  কোনও চাপের কাছেই মাথা নোয়ানোর প্রশ্ন নেই। এ প্রসঙ্গে উল্লেখ্য, মুর্শিদাবাদে তিনটি,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নিজেদের প্রার্থী দিয়েছে আরএসপি নেতৃত্ব। এই সমস্ত আসনেই প্রার্থী দেওয়া নিয়েই  তৈরি হয়েছে জোর বিরোধ।

.