আজও অচল হতে চলেছে বিধানসভা

আজ বিধানসভায় নির্দিষ্ট বিল ছাড়াও অন্য যেকোনও বেসরকারি প্রস্তাব নিয়েও আলোচনার দাবি জানাতে পারেন বিরোধীরা। কিন্তু সাসপেন্ড হওয়া তিন বিধায়কের সাসপেনশন না তোলায় বামেরা ওয়াকআউট চালিয়ে যাবেন বলেই খবর।

Updated By: Dec 13, 2012, 09:53 AM IST

আজ বিধানসভায় নির্দিষ্ট বিল ছাড়াও অন্য যেকোনও বেসরকারি প্রস্তাব নিয়েও আলোচনার দাবি জানাতে পারেন বিরোধীরা। কিন্তু সাসপেন্ড হওয়া তিন বিধায়কের সাসপেনশন না তোলায় বামেরা ওয়াকআউট চালিয়ে যাবেন বলেই খবর।
গতকালই তেহট্টে পুলিসের গুলি চালনা নিয়ে আলোচনা চেয়ে অধ্যক্ষকে চিঠি দেন কংগ্রেস বিধায়করা। কিন্তু যেহেতু বিষয়টি বিচারাধীন তাই এনিয়ে আলোচনার অনুমতি দেননি অধ্যক্ষ। এরপর  রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার অনুমতি চায় কংগ্রেস। যদি এই বিষয়ে আলোচনার অনুমতি দেওয়া হয়, তবেই আজ আলোচনায় অংশ নেবেন কংগ্রেস বিধায়করা। আজ  বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনাতেও তিনি অংশ নেবেন বলে খবর। তৃণমূলের সমস্ত বিধায়ককে আজ বিধানসভায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অধিবেশনের শেষে আজ বিধানসভাতেই ক্যাবিনেট বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  
বিধানসভার বাইরে পাল্টা বিধানসভা। প্রতিবাদ জানাতে অভিনব কৌশল নিল বিরোধীরা। `মক পার্লামেন্টে`র ধাঁচে গড়ে তোলা এই বিধানসভাতেই আজ বক্তব্য রাখবেন বাম বিধায়করা। বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, সুভাষ নস্কর, উদয়ন গুহ, আনিসুর রহমান, বিশ্বনাথ তারক সহ বেশ কয়েকজন। স্পিকারের ভূমিকায় সম্ভবত দেখা যাবে রেজ্জাক মোল্লাকে। সকাল ১১টা থেকে শুরু হবে পাল্টা বিধানসভা।

.