মাদার টেরেজাকে সেন্টহুড দিচ্ছে রোমান ক্যাথলিক চার্চ
২০১৬ সালের সেপ্টেম্বরেই মাদার টেরেজাকে সেন্টহুড দিচ্ছে রোমান ক্যাথলিক চার্চ। জানিয়েছে ইতালিরই একটি ক্যাথলিক সংবাদপত্র। সম্মানে শিলমোহর দিয়েছেন পোপ ফ্রান্সিস। অত্যাশ্চর্য কোনও ঘটনার সঙ্গে জড়িত কোনও ব্যক্তিকেই এই সম্মানে ভূষিত করে ক্যাথলিকরা। ইতালির একটি ক্যাথলিক সংবাদপত্রে জানানো হয়েছে, মাদার টেরেজাকে ঘিরে এমনই এক অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী হয়েছেন ব্রাজিলের এক পরিবার। তাঁদের দাবি, মাদার টেরেজার নাম স্মরণ করে ব্রাজিলের এক মুমুর্ষু রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। দুহাজার তিন সালে মস্তিকের জটিল রোগে আক্রান্ত এক রোগীও নাকি নোবেলজয়ী টেরেজার স্পর্শে সুস্থ হয়ে উঠেছিলেন। মাদার টেরিজার সেন্টহুডের খবরে মিশনারিজ অফ চ্যারিটিকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ওয়েব ডেস্ক: ২০১৬ সালের সেপ্টেম্বরেই মাদার টেরেজাকে সেন্টহুড দিচ্ছে রোমান ক্যাথলিক চার্চ। জানিয়েছে ইতালিরই একটি ক্যাথলিক সংবাদপত্র। সম্মানে শিলমোহর দিয়েছেন পোপ ফ্রান্সিস। অত্যাশ্চর্য কোনও ঘটনার সঙ্গে জড়িত কোনও ব্যক্তিকেই এই সম্মানে ভূষিত করে ক্যাথলিকরা। ইতালির একটি ক্যাথলিক সংবাদপত্রে জানানো হয়েছে, মাদার টেরেজাকে ঘিরে এমনই এক অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী হয়েছেন ব্রাজিলের এক পরিবার। তাঁদের দাবি, মাদার টেরেজার নাম স্মরণ করে ব্রাজিলের এক মুমুর্ষু রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। দুহাজার তিন সালে মস্তিকের জটিল রোগে আক্রান্ত এক রোগীও নাকি নোবেলজয়ী টেরেজার স্পর্শে সুস্থ হয়ে উঠেছিলেন। মাদার টেরিজার সেন্টহুডের খবরে মিশনারিজ অফ চ্যারিটিকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।