প্রজাতন্ত্র দিবসে কড়া নিরাপত্তার মোড়কে শহর

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জোরদার করা হয়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থা। শহরে মোট ৫ হাজার অতিরিক্ত পুলিসকর্মী মোতায়েন থাকছে। রেড রোডে মূল অনুষ্ঠানস্থলে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Updated By: Jan 25, 2012, 11:54 PM IST

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জোরদার করা হয়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থা। শহরে মোট ৫ হাজার অতিরিক্ত পুলিসকর্মী মোতায়েন থাকছে। রেড রোডে মূল অনুষ্ঠানস্থলে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বুধবার রাত থেকে মূল অনুষ্ঠানস্থলের দায়িত্ব নেবেন ডিসি পদমর্যাদার কোনও পুলিস আধিকারিক। পাশাপাশি, নজরদারি চালানো হবে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায়। বাড়তি নজরদারির ব্যবস্থা থাকবে মেট্রো স্টেশনগুলিতে।  
প্রতি বছরের মতো এ বছরও প্রজাতন্ত্র দিবসে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানের আয়োজন। সেখানে সেনাবাহিনীর কুচকাওয়াজ দেখতে হাজির থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্য ভিভিআইপিরা। তাই কুচকাওয়াজ অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠান দেখতে আসা মানুষদের ওপর নজরদারি রাখবে পুলিস। ঢোকা এবং বেরনোর সময় তল্লাসি চালানো হবে। সাধারণ দর্শকদের জন্য সিজার পদ্ধতির মধ্য দিয়ে রেড রোডে পৌঁছনো এবং বেরিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রেড রোড এবং সংলগ্ন এলাকায় কলকাতা পুলিসের দশটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে গোটা এলাকার ওপর নজরদারি রাখবে পুলিস। রেড রোডে মোট পাঁচটি জায়গা বুলেট প্রুফ করা হচ্ছে। এছাড়াও চোদ্দটি অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে। রেড রোডের পাশাপাশি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গোটা কলকাতা শহর জুড়েই নিরাপত্তা জোরদার করা হচ্ছে। শহরের মোট সাতটি জায়গায় পুলিস পিকেট করা হচ্ছে। বিভিন্ন জায়গায় মোটরবাইক থামিয়ে তল্লাসি করবে পুলিস। শহরের নিরাপত্তায় থাকছে মাউন্টেড পুলিস, চুয়াল্লিসটি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং রাখা হচ্ছে সাতটি রিজার্ভ ফোর্সকে। এগারোটি ইন্টারসেপশন ফোর্স শহরের এগারোটি জায়গায় তল্লাসি চালাবে। রাখা হচ্ছে বারোটি কুইক রেসপন্স টিম এবং রাখা হচ্ছে অতিরিক্ত RAF। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় খোলা হচ্ছে ১১টি পুলিস অ্যাসিসট্যান্স বুথ এবং ২২টি মেট্রো স্টেশনে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসে শহরের নিরাপত্তার দায়িত্বে থাকছেন  মোট ৫ হাজার পুলিসকর্মী।

.