বেহাল রাস্তা হেস্টিংসে, লরির ধাক্কায় স্কুটি নিয়ে গর্তে পড়ে মৃত্যু তরুণীর
ঋত্ত্বিকাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সারারাত চিকিৎসা চলে তাঁর। আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: শহরে ফের বেপরোয়া গতির বলি এক তরুণী। মঙ্গলবার রাত ৯টা নাগাদ হেস্টিং থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এ দিন রাতে কেনাকাটা করে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন ওই তরুণ-তরুণী। তখনই পিছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে স্কুটিতে। পুলিস সূত্রের খবর, তরুণীর নাম ঋত্ত্বিকা মজুমদার (২০) এবং তরুণ দেবাদিত্য সেন (২১)। বেলুড় মঠ এলাকার বাসিন্দা তরুণী।
লরির ধাক্কায় টাল সামলাতে না পেরে রাস্তার গর্তে পড়ে যায় স্কুটিটি। দু-জনেই গুরুতর জখম হন। ঋত্ত্বিকাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সারারাত চিকিৎসা চলে তাঁর। আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। তরুণের চিকিৎসা চলছে।
আরও পড়ুন: মাঝরাস্তায় ফেলে গেল অ্যাম্বুল্যান্স, তাও অভিযোগ করতে নারাজ প্রাক্তন মন্ত্রী পার্থ দে
এখনও অভিযুক্ত লরির চালকের খোঁজ মেলেনি। পুলিস জানিয়েছে, রাত ৯টার পর এই রাস্তায় লরি চলাচল শুরু হয়। এই রাস্তায় কোনও CCTV নেই। পরের সিগন্যালের CCTV footage খতিয়ে দেখে লরিটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
বিস্তারিত আসছে...