ফের বদলি করা হল পচনন্দাকে

ফের বদলি করা হল গার্ডেনরিচ কাণ্ডের জেরে অপসারিত প্রাক্তন নগরপাল রঞ্জিত কুমার পচনন্দাকে। একইসঙ্গে বদলি করা হল আরও ১৩ জন আইপিএসকে। গার্ডেনরিচ কাণ্ডের জেরে কলকাতার পুলিস কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয় পচনন্দাকে। তাঁকে ডিরেক্টর অফ সিকিউরিটি করা হয়। তবে নতুন পদে যোগ না দিয়ে দুমাসের ছুটিতে চলে যান পচনন্দা। এবার তাঁকে আর্মড পুলিসের এডিজি পদে বদলি করা হয়েছে।

Updated By: Mar 12, 2013, 06:33 PM IST

ফের বদলি করা হল গার্ডেনরিচ কাণ্ডের জেরে অপসারিত প্রাক্তন নগরপাল রঞ্জিত কুমার পচনন্দাকে। একইসঙ্গে বদলি করা হল আরও ১৩ জন আইপিএসকে। গার্ডেনরিচ কাণ্ডের জেরে কলকাতার পুলিস কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয় পচনন্দাকে। তাঁকে ডিরেক্টর অফ সিকিউরিটি করা হয়। তবে নতুন পদে যোগ না দিয়ে দুমাসের ছুটিতে চলে যান পচনন্দা। এবার তাঁকে আর্মড পুলিসের এডিজি পদে বদলি করা হয়েছে।
নতুন ডিরেক্টর অফ সিকিউরিটি হচ্ছেন বীরেন্দ্র। এডিজি কাউন্টার ইনসারজেন্সি পদে বদলি করা হয়েছে কুন্দনলাল টামটাকে। গঙ্গেশ্বর সিং হচ্ছেন ডিরেক্টর অফ সিভিল ডিফেন্স। নতুন আইজি পশ্চিমাঞ্চল হচ্ছেন সিদ্ধিনাথ গুপ্তা। অধীর শর্মা হচ্ছে এডিজি এবং আইজি অ্যাডমিনিস্ট্রেশন। দুটি জেলার পুলিস সুপারকেও বদলি করা হয়েছে। প্রসুন ব্যানার্জি হচ্ছেন দক্ষিণ দিনাজপুরের নতুন পুলিস সুপার। মালদা জেলার নতুন পুলিস সুপার হচ্ছে কল্যাণ মুখোপাধ্যায়।

.