Bogtui Violence: ভাদু শেখ খুনেও জড়িয়েছে নাম, বালি-পাথর ব্যবসায়ী টুলুর বিরুদ্ধে তদন্তে ইডি

বগটুইয়ে ভাদু শেখ খুনের তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের হাতে আসে টুলু মণ্ডলের নাম

Updated By: Apr 24, 2022, 02:16 PM IST
Bogtui Violence: ভাদু শেখ খুনেও জড়িয়েছে নাম, বালি-পাথর ব্যবসায়ী টুলুর বিরুদ্ধে তদন্তে ইডি
বাঁদিকে টুলু মণ্ডল। ডানদিকে ভাদু শেখ

নিজস্ব প্রতিবেদন: বীরভূমের বগটুইয়ে উপপ্রধান ভাদু শেখ হত্যাকাণ্ডেরক তদন্ত যত এগচ্ছে ততই উঠে আসছে ওই ঘটনার সঙ্গে ব্যবসায়িক যোগের সম্ভাবনা। বালি-পাথর পাচারের তদন্তে নেমেছে ইডি। এতে নাম জড়িয়েছে বালি-পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের নাম। এবার বীরভূমের বগটুইয়ে উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনাতেও উঠে এল টুলু মণ্ডলের নাম।

বগটুইয়ে ভাদু শেখ খুনের তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের হাতে আসে টুলু মণ্ডলের নাম। বীরভূমে পাথর ও বালির ব্যবসা করেন টুলু মণ্ডল। এবার ওই টুলু বিরুদ্ধে তদন্ত শুরু করল ইডি। ভাদু শেখ খুনের ঘটনায় বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য সিবিআইয়ের হাত থেকে এসেছে ইডির কাছে। বালি-পাথর পাচারের টাকার উত্স খুঁজতে গিয়ে উঠে এসেছে টুলুর নাম।

ইডি সূত্রে খবর, ভাদু শেখ খুনের তদন্ত করতে দিয়ে সিবিআইয়ের মনে হয়েছে ভাদু সেখ খুনের ঘটনায় সঙ্গে বিপুল আর্থিক লেনদেনের ঘটনা জড়িয়ে রয়েছে। তাই তার তদন্তভার দেওয়া হয়েছে ইডিকে। খুব শীঘ্রই টুলুর নামে একটি এফআইআর করতে চলেছে ইডি। 

আরও পড়ুন-আক্রমণ হলে প্রয়োজনে সীমান্ত পেরোবে ভারত, জঙ্গিদের হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.