দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বারিধারা, আগামী ৩ দিন বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ
কলকাতায় এদিন হালকা বৃষ্টিপাত হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: বিকেলে কলকাতা-সহ সংলগ্ন এলাকায় শুরু হল বৃষ্টি। গরম থেকে মুক্তি মুক্তি পেল রাজ্যবাসীর একাংশ। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বীরভূমের বেশ কয়েকটি জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
কলকাতায় এদিন হালকা বৃষ্টিপাত হয়েছে। উত্তরভারতে একটি অবস্থান করছে একটি নিম্নচাপ। বঙ্গোপসাগরে উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের ঘা ঘেঁষে গিয়েছে। এর জেরে আগামী ১২ থেকে ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আগামী ২৫ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
বর্ষায় এবার বৃষ্টিপাতের ঘাটতি হয়েছে গোটা দক্ষিণবঙ্গে। অন্যদিকে ভেসে গিয়েছে উত্তরবঙ্গ। তবে গত ১৬ থেকে ১৮ অগাস্ট নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হয় কলকাতা ও সংলগ্ন এলাকাগুলি। জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা।
আরও পড়ুন- কালীঘাটেও আসবে সিবিআই, সেই ভয়ে দেশে গণতন্ত্র নেই বলছেন মমতা: দিলীপ