বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত, আগামী ৪৮ঘণ্টা একটানা মাঝারি বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায়
কিছুদিন আগে বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, তাতে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু।
নিজস্ব প্রতিবেদন: ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টা একটানা মাঝারি সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
কিছুদিন আগে বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, তাতে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। কিন্তু তাতে আশানুরূপ বৃষ্টি হয়নি। এবার মৌসুমী অক্ষরেখা সরাসরি দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। সঙ্গে দোসর একটি ঘূর্ণাবর্ত।
শহরে ফের আক্রান্ত পুলিস, টালিগঞ্জ থানায় ঢুকে কনস্টেবলকে ‘মার’
আবহাওয়াবিদরা মনে করছেন, এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে বর্ষার ব্যাটিংয়ের জন্য পিচ তৈরি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ সন্নিহিত অঞ্চল ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সপ্তাহের শুরুতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মূলত ৮ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার সারাদিন মেঘলা থাকবে আকাশ। সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন ২৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। ফলে ঘর্মাক্ত পরিবেশ থাকবেই। বজায় থাকবে অস্বস্তি।