দমদম বিমানবন্দরে র্যাডার বিভ্রাট, ঝুঁকি নিয়েই বিমানের ওঠা নামা
র্যাডারের গোলযোগে ব্যাহত হল দমদম বিমানবন্দরের উড়ান পরিষেবা। গত কাল রাতেই র্যাডার বিভ্রাট সামনে আসে। ম্যানুয়ালি কাজ শুরু করেন বিমানবন্দর কর্মীরা। রাতে ঝুঁকি নিয়েই বিমান চলাচল চালিয়ে যায় কর্তৃপক্ষ। বিএসএনএলের টাওয়ারের সঙ্গে সংযোগের সমস্যার জেরেই এই বিভ্রাট । এমনটাই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
কলকাতা: র্যাডারের গোলযোগে ব্যাহত হল দমদম বিমানবন্দরের উড়ান পরিষেবা। গত কাল রাতেই র্যাডার বিভ্রাট সামনে আসে। ম্যানুয়ালি কাজ শুরু করেন বিমানবন্দর কর্মীরা। রাতে ঝুঁকি নিয়েই বিমান চলাচল চালিয়ে যায় কর্তৃপক্ষ। বিএসএনএলের টাওয়ারের সঙ্গে সংযোগের সমস্যার জেরেই এই বিভ্রাট । এমনটাই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শনিবার সকাল থেকেই ম্যানুয়ালি কাজ চলছে। ফলে বেশ কয়েকটি বিমান দেরীতে ছাড়ে। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা। জোরকদমে বিকল র্যাডার ঠিক করার কাজ শুরু চলছে।