আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে পঁচিশে বৈশাখ
জীবন-মরণের সীমানা ছাড়িয়ে আজও অটুট তার সাম্রাজ্য। সুখ,দুঃখ, বিরহ,মিলন, প্রেম,অপ্রেম। জীবনের সব কোলাজেই তিনি আছেন। কখনও গান,কখনও কবিতা, কখনও বা ছবি, বারবারই তিনি ধরা দেন আমাদের প্রাত্যহিকতার এই একঘেয়ে জীবনে। রবি-স্পর্শের সোনালি ছোঁয়ায় ভেসে আসে নতূনের ডাক।
Updated By: May 8, 2016, 01:14 PM IST
ওয়েব ডেস্ক: জীবন-মরণের সীমানা ছাড়িয়ে আজও অটুট তার সাম্রাজ্য। সুখ,দুঃখ, বিরহ,মিলন, প্রেম,অপ্রেম। জীবনের সব কোলাজেই তিনি আছেন। কখনও গান,কখনও কবিতা, কখনও বা ছবি, বারবারই তিনি ধরা দেন আমাদের প্রাত্যহিকতার এই একঘেয়ে জীবনে। রবি-স্পর্শের সোনালি ছোঁয়ায় ভেসে আসে নতূনের ডাক।
আজ সেই রবি কবির ১৫৬ তম জন্মদিন। সকাল থেকেই কবির জন্মদিন স্মরণে জোড়াসাঁকো, রবীন্দ্রসদনে কবি অনুরাগী,ভক্তদের ভিড়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে পঁচিশে বৈশাখ।