পূজোর আগে রাস্তা সারাইয়ের কাজে নামল বিধাননগর পুরসভা
পূজোর ঠিক একসপ্তাহ আগে যুদ্ধকালীন তত্পরতায় রাস্তা সারানোর কাজ শুরু করল বিধাননগর পুরসভা। প্রাথমিক ভাবে রাস্তা সংস্কারের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
পূজোর ঠিক একসপ্তাহ আগে যুদ্ধকালীন তত্পরতায় রাস্তা সারানোর কাজ শুরু করল বিধাননগর পুরসভা।
প্রাথমিক ভাবে রাস্তা সংস্কারের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
সেইসঙ্গে খানাখন্দ মেরামতের জন্য বরাদ্দ হয়েছে অতিরিক্ত পঞ্চাশ লক্ষ টাকা।
এর সঙ্গেই বিধাননগরের দুটি গুরুত্বপূর্ণ রাস্তা-লাবণী থেকে সি এ আইল্যান্ড এবং সিটি সেন্টারের পিছনের রাস্তা মেরামতের জন্য আরও ষাট লক্ষ টাকা ব্যয় করবার সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পুরসভা।
কার্যত এই দুটি রাস্তা সল্টলেকের দুটি বিখ্যাত পূজোর সংযোগস্থল। অন্য দিকে মেট্রোরেলের কাজ হবার দরুণ ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে করুণাময়ী আইল্যান্ড।
দ্রুত কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ এই অঞ্চলের মেরামতির কাজ শুরু না করলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা দের যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হবে।
এর বাইরে নবদিগন্ত বানিজ্যক টাউনশিপ কর্তৃপক্ষ সল্টলেক সেক্টর ফাইভ সংলগ্ম রাস্তা মেরামতের পাশাপাশি সল্টলেক-বাইপাস সংযুক্ত চার কিলোমিটার অ্যাসফল্ট রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ।